header banner

Purulia : পুরুলিয়ায় দূষণ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ মোদির

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বাংলায় এসে দূষণ নিয়ন্ত্রণে এবার বড় পদক্ষেপ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। পুরুলিয়া (Purulia) জেলার রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে দূষণ প্রতিরোধে ও জনগণের স্বাস্থ্যের সুরক্ষায় নিলেন বিশেষ উদ্যোগ। রাজ্য সফরে দুর্গাপুরে এসে রঘুনাথপুর ডিভিসির তাপবিদ্যুৎ কেন্দ্রে ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ের অত্যাধুনিক ফ্লু গ্যাস ডিসালফারাইজেসন (FGD) সিস্টেম।

{link}

জানা যায়, অত্যাধুনিক এই ফ্লু গ্যাস ডিসালফারাইজেসন সিস্টেম একদিকে যেমন পরিচ্ছন্ন শক্তি উৎপাদনে সাহায্য করবে, তেমনই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে হওয়া দূষণ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জানা যায়, তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পোড়ানোর ফলে যে ধোঁয়া নির্গত হয়, তাতে থাকা বিষাক্ত সালফার ডাই অক্সাইড পরিবেশের পক্ষে বিপজ্জনক।

{link}

সেই সালফার ডাই অক্সাইড গ্যাসকে পৃথক করে বাতাসকে দূষণমুক্ত রাখার জন্যই এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। অত্যাধুনিক এই ফ্লু গ্যাস ডিসালফারাইজেসন হল একটি প্রযুক্তি যা জীবাশ্ম জ্বালানী পোড়ানোর ফলে নির্গত ফ্লু গ্যাস থেকে সালফার ডাই অক্সাইড অপসারণ করে। এটি পরিবেশ সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

{ads}

 

News Breaking News Purulia Modi সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article