header banner

ঘাটালে বিয়েবাড়ির খাবার খেয়ে অসুস্থ শতাধিক, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ৪৬

article banner

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: ঘাটাল ব্লকের দেওয়ানচক ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুরে বিয়ে বাড়িতে খাবার খেয়ে অসুস্থ শতাধিক। গুরতর অসুস্থতার কারনে তিন জন শিশু সহ ৪৬ জন ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে ভর্তি। অসুস্থদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানানো হয়েছে হাসপাতালে তরফে। তবুও এখনও রীতিমতো আতঙ্কে রয়েছে অসুস্থদের পরিবার পরিজনেরা।

{link}
সূত্রের খবর, ওই এলাকায় বিশ্বজিৎ রায়ের ছেলে সৌরভ রায়ের বৌভাত এর অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে পাঁচশ-র কাছাকাছি অতিথি নিমন্ত্রিত ছিলেন। বিয়ে বাড়িতে খেয়ে আসার পর অনেকে অসুস্থ হয়ে পড়েন। তাদের বমি এবং পায়খানার উপসর্গ হয়। ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ৪৬ জনকে ভর্তি করা হয়। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস খবর পেয়ে শনিবার সকালে ঘাটাল হাসপাতালে যান। খোঁজখবর নেন তিনি। ঘাটাল হাসপাতালের সুপার সুব্রত দে বলেন, ভোর ৪ টে থেকে হাসপাতালে ভর্তি হচ্ছে, চিকিৎসকরা দেখছেন। স্বাস্থ্য দপ্তরের টিম এলাকায় গিয়েছে। কি থেকে এই ফুড পয়জনিং হয়েছে সেই বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের তরফে। 
{ads}

news Ghatal Wedding food poison West Bengal সংবাদ

Last Updated :