header banner

'রেলের অধিকাংশ জমি তোলাবাজরা দখল করে রেখেছে'- নদীয়ায় বিস্ফোরক শুভেন্দু

article banner

নিজস্ব সংবাদদাতা, নদিয়া: রেলের অধিকাংশ জমি তোলাবাজরা দখল করে রেখেছে রেল ডিপার্টমেন্ট ভারতবর্ষের গর্ব। আজ নদীয়ার রানাঘাটে দুটি ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে রেলের জমিতে আবাস যোজনার ঘর তৈরি করার প্রসঙ্গে নাম না করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে এই ভাষাতেই আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

{link}
এই বিষয়টি ছাড়াও সম্প্রতি সিপিআইএমের বর্ষিয়ান নেতা সূর্যকান্ত মিশ্র মন্তব্য করেন, তৃণমূলে অনেক ভালো লোক আছে, বিজেপির মত তাঁরা দাঙ্গাবাজ নয়। তার এই দাবি প্রসঙ্গে এই দিন সূর্যকান্ত মিশ্রকে সিনিয়র পলিটিশিয়ান আখ্যা দিয়ে প্রসঙ্গটি এড়িয়ে যান শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্যে সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন নিয়োগের বিষয়ে তৃণমূল শাসিত রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন তিনি। এছাড়াও গরীব মানুষের স্বার্থকে বজায় রেখে রেলের অধীনস্থ জমি রেল ডিপার্টমেন্টের সংরক্ষণ করার প্রয়োজন আছে বলেও দাবি করেন তিনি।
{ads}

news Indian Railways Nadia West Bengal Suvendu Adhikari সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article