header banner

MISSING KID : দেবের পায়ে পড়ে মেয়ের খোঁজ চান মা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : গত ১৯ দিন ধরে তাঁর নাবালিকা কন্যা নিখোঁজ। পুলিশ কিছুই করতে পারে নি। বুধবার নিজের সংসদীয় ক্ষেত্র ঘাটালে (Ghatal) গিয়েছিলেন তিনি। সেখানেই এক মহিলা তাঁকে জানান, দেব (Dev Adhikari) যেন তাঁর নাবালিকা মেয়ে খুঁজে দিতে সাহায্য করেন তিনি। হাতজোড় করে মায়ের কাতর আকুতি মেয়েকে ফিরিয়ে দিন। বুধবার ঘাটালের বীরসিংহ এলাকায় তৃণমূল ঘাটালের সাংসদ দেব-এর সঙ্গে দেখা করলেন নাবালিকার মা-বাবা।

{link}

সাংসদের পায়ে পড়ে নাবালিকার মায়ের আর্তি, ‘আমার মেয়েকে খুঁজে দিন।’ তাঁদেরকে সাহায্যের আশ্বাস দিলেন সাংসদও। জানা যাচ্ছে, গত ১১ জুলাই জুলাই বিকেলে টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় নাবালিকা। পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েও মেলেনি সুরাহা বলে দাবি ওই মহিলার মা-বাবার। সাংসদের কাছে তাঁদের কাতর আবেদন, “আমাদের মেয়েকে ফিরিয়ে দিন।” দেবের সঙ্গে তাঁরা কথা বলেন। দেব তাঁদের একটি ফোন নম্বর দিয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে ফোন করে এই বিষয়ে খোঁজ নেওয়ার পরামর্শও দিয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশ-প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন দেব।

{link}

খড়ার পৌর এলাকার এলাকার বাসিন্দা নিখোঁজ ওই নাবালিকার বাবা-মা বলেন, “আমাদের মেয়ে ছোট থেকেই পড়াশোনায় খুব ভাল। ক্লাসে প্রথম হয়। এ বার মাধ্যমিক দেবে। টিউশন নিতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়!” তাঁদের অনুমান, মেয়ে এক যুবকের সঙ্গে ইদানিং প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তার সঙ্গে কোথাও পালিয়ে গিয়েছে। মেয়েকে ফিরে পেতে ঘাটাল থানায় তাঁরা লিখিত অভিযোগও দায়ের করেছেন। তাই এ দিন দেব সঙ্গে ঘাটালে আসছেন শুনেই দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন নিখোঁজ ওই নাবালিকার বাবা-মা।

{ads}

 

News Breaking News Ghatal Dev Adhikari MISSING KID সংবাদ

Last Updated :