শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : 'মা' শব্দের একটা পবিত্রটা আছে। বিশ্বের সবচেয়ে প্ৰিয় ডাক 'মা' ও 'বাবা'। কিন্তু সেই মা যখন বর্বর হয়ে ওঠে তখন ঘটে এমন নির্মম ঘটনা। জানা গিয়েছে, নদিয়ার (Nadia) কল্যাণী থানার সগুনা তেলিগাছার বাসিন্দা ওই বধূর নাম রূপা ঘোষ। তার স্বামী সোমনাথ ঘোষ। পেশায় জলের ব্যবসায়ী।
{link}
বছর তিনেক আগে সোমানাথের সঙ্গে বিয়ে হয় রূপার। এটা মহিলার দ্বিতীয় বিবাহ। তবে এই সংসারও খুব একটা সুখের ছিল না। অশান্তি লেগেই থাকে দম্পতির মধ্যে। এরই মাঝে শুক্রবার রাতে হঠাৎ করে ঘর থেকে ছেলে চুরি হয়ে গিয়েছে বলে সকলকে জানায় মা রূপা। এরপর খোঁজাখুঁজি শুরু করা হয়। খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। রূপাকে জিজ্ঞাসাবাদ করতেই সন্দেহ দানা বাঁধে তাঁদের মনে।
{link}
বধূকে চেপে ধরতেই প্রকাশ্যে আসে আসল ঘটনা। পুলিশের দাবি, চাপের মুখে খুনের কথা স্বীকার করে নেয় রূপা। এরপর তার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই উদ্ধার করা হয় শিশুর দেহ। রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। কিন্তু কেন এই খুন? তা এখনও স্পষ্ট নয় বলেই জানিয়েছেন তদন্তকারীরা। তবে এই ঘটনায় চারিদিকে তীব্র ধিক্কার তৈরী হয়।
{ads}