header banner

Group C-তে চাকরি বাতিলের তালিকায় মায়ের নাম, মুর্শিদাবাদে রহস্যজনকভাবে আত্মঘাতী মেয়ে

article banner

নিজস্ব সংবাদদাতা: গ্রুপ সি তে চাকরী বাতিলের তালিকায় মা-এর নাম। সেই খবর আসার দিনেই আন্তঘাতী হলেন তার মেয়ে। মুর্শিদাবাদের বড়ঞা থানার কোগ্ৰাম গ্ৰামের বাসিন্দা নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত পান্ডা কৌশিক ঘোষের দিদি লাভপুর সত্যনারায়ন উচ্চ বালিকা বিদ্যালয়ের ক্লার্ক.বিভা ঘোষের নাম এসেছে সদ্য প্রকাশ হোওয়া গ্রুপ সি পদের ভূঁয়ো চাকরি প্রার্থী তালিকায়। আর তারপরেই রবিবার বড়ঞা থানার কোগ্ৰামে নিজের বাড়িতেই গলায় ওড়না পেচিয়ে আন্তঘাতী হয় বীরভূমের লাভপুর কলেজের বি এ প্রথম বর্ষের ছাত্রী রিয়াঙ্কা ঘোষ।

{link}
মৃত রিয়াঙ্কা ঘোষ নিয়োগ দুর্নীতিতে ধৃত এজেন্ট কৌশিক ঘোষের ভাগ্নি বলে জানা যাচ্ছে। পরিবার সূত্রে দাবি পারিবারিক কোনো বিবাদ কিংবা আর অন্য কোন সমস্যা ছিল না। চোখের আড়ালেই গতকাল নিজের ঘরে নিজের গলার ওড়না দিয়েই আত্মঘাতী হয় এই ছাত্রী। তবে তার দুই দিন আগেই মায়ের নাম এসেছে গ্রুপসি চাকরি বাতিলের তালিকায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেই অবসাদেই এই সিদ্ধান্ত নিয়েছেন ওই ছাত্রী। তবে পুলিশের পক্ষ থেকে এখনো কোন সঠিক কারণ জানা যায়নি, যদিও মৃতদেহটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
{ads}

news Death Murshidabad West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article