header banner

একযোগে ঘাসফুলের পথে ?

article banner

রবিবার হঠাতই বৈঠক মুকুল ও সৌমিত্রের। যারা বর্তমানে রাজ্যে বিজেপির অন্যতম পরিচিত মুখ। তবে কি মুকুলের সঙ্গেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন সৌমিত্র খাঁ? গতকাল, অর্থাৎ রবিবার মুকুল-সৌমিত্র বৈঠকের পর এই জল্পনাই শুরু হয়েছে বাংলার রাজনৈতিক মহলে। এ ব্যাপারে মুকুল কিছু না বললেও, সৌমিত্র জানিয়েছেন যে বৈঠক হয়েছে তা রাজনৈতিক বৈঠক। তবে বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে, তা অবশ্য পরিস্কারভাবে বলেননি বিজেপির এই নেতা। তবে তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছেন কীনা, এ ব্যাপারে দুজনেই একদম স্পিকটি নট। 

{link}
উল্লেখ্য বিষয় ২০১৭ সালের সেপ্টেম্বরে রাজ্যের তৎকালীন রাজনৈতিকভাবে অন্যতম পরিচিত মুখ মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। বছর আড়াই প্রায় নিষ্ক্রিয় হয়ে থাকার পর মুকুলকে বড় দায়িত্ব দেওয়া হয়। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পদ্ম প্রতীকে দাঁড়িয়ে বিধায়কও হন মুকুল। তার পরেও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তাঁর সম্পর্কের উন্নতি হয়নি বলেই মতামত রাজনৈতিক মহলের। 


কিছুদিন আগেই করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হন মুকুল রায়ের স্ত্রী। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি রইলেও দলের তরফে কেউই তাঁর সঙ্গে দেখা করেননি। দিন দুয়েক আগে মুকুল-জায়াকে দেখতে হাসপাতালে যান তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুকুল পুত্র বিজেপি নেতা শুভ্রাংশুর সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাসও দেন অভিষেক। এইখান থেকেই দলবদলের প্রসঙ্গ মাথাচাড়া দিতে শুরু করে। অভিষেক হাসপাতাল ছাড়ার পরেই মুকুল-পত্মীকে দেখতে হাসপাতালে যান দিলীপ। পরে ফোন করে তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরেও দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দেন মুকুল। এই ঘটনায় আরও বেশ কিছুটা জল্পনা বেড়ে ওঠে।

{link}
গতকাল, শনিবার বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যান সৌমিত্র। মুহুর্তের মধ্যে খবর ভাইরাল হয়ে ওঠে। যদিও তিনি বলেন এইরকম অনেক গ্রুপ আছে। তারপরেই রবিবার তিনি মুকুলের সল্টলেকের বাড়িতে বৈঠক করেন। যার পর ফের গুঞ্জন ছড়ায় যে, অচিরেই বিজেপি ছেড়ে সৌমিত্রকে নিয়ে তৃণমূলে ফিরছেন সপুত্র মুকুল, তাহলে কার্যত রাজ্যে পায়ের তলার মাটি হারাবে বিজেপি। সেই দিক থেকেই এখন কি হয় সেটাই দেখার বিষয়। 
{ads}

Mukul Ray Soumitra Khan TMC BJP Politics West Bengal News India রাজনীতি সংবাদ

Last Updated :