header banner

হাওড়ায় ডেঙ্গুতে মৃত যুবকের পরিবারের সাথে দেখা করলেন পুর প্রশাসকমণ্ডলীর প্রধান

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ হাওড়া পুর এলাকায় জ্বরের উপসর্গ নিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন যুবকে মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে সংক্রমণের কারণেই। অবশেষে আজ এই তথ্য সত্যি বলে গ্রহন করল হাওড়া পুরসভা। তাঁর প্লেটলেট মাত্রাতিরিক্ত হারে কমে গিয়েছিল। এর সঙ্গে তাঁর নিউরোলজিকাল সমস্যাও ছিল বলে জানানো হয়েছে। 

{link}
শনিবার সকালে হাওড়ায় ৪৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুতে মৃত ওই যুবকের বাড়ি ছাড়াও, ডেঙ্গু কবলিত এলাকায় যান হাওড়ার পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। ডেঙ্গুতে মৃত মিলন রীতের (২২) পরিবার সহ এলাকার মানুষের সঙ্গে তিনি কথা বলেন। মিলনের বাড়ির সংলগ্ন দুটি বাড়ি থেকেও ডেঙ্গুতে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে দুজন। ডেঙ্গু সতর্কতা এবং এর মোকাবিলায় যা যা করা দরকার পুরসভা তা করছে বলেও আশ্বাস দেন তিনি। 

{link}
স্থানীয় সূত্রে কবর, হাওড়া পুরসভার ৪৯ নং ওয়ার্ডের ইছাপুর শিয়ালডাঙ্গায় আরও অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। যে কারনে এলাকায় রীতিমতো আতঙ্ক দেখা দিয়েছে। আক্রান্তদের মধ্যে ২ জন হাওড়া জেলা হাসপাতালে এবং একজন কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রসঙ্গত, মৃত মিলন রীত গত ১৪ আগস্ট জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হন হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। পরদিন তাঁর মৃত্যু হয়। হাওড়া পুরসভা সূত্রের খবর, গত তিন সপ্তাহে উত্তর হাওড়ার কিছু নির্দিষ্ট এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হয়েছে। এছাড়াও আরও অন্য কিছু এলাকা থেকেও ডেঙ্গু আক্রান্তের কেস  আসছে। পুরসভার দাবি প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পুরসভার আশ্বাসে যে স্থানীয় মানুষজন খুব একটা আশ্বস্ত নয় তা স্পষ্ট। স্থানীয়দের একাংশের মধ্যে রীতিমতো ক্ষোভ রয়েছে পুরসভার কাজ ও এলাকার প্রাক্তন কাউন্সিলারের উপর। 
{ads}

news Dengue Howrah Howrah Municipal Corporation West Bengal সংবাদ

Last Updated :