header banner

বারুইপুরে পুলিশকর্মীর রহস্যমৃত্যু, বৃহস্পতিবার রাস্তার ধার থেকে উদ্ধার দেহ

article banner

নিজস্ব সংবাদদাতা, বারুইপুর: রাস্তার পাশ থেকে পুলিশ কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। বারুইপুর থানার পুলিশের কাছে খবর আসে বারুইপুর জয়নগর রোডের কীর্তনখোলা মহাশ্মশানের কাছে রাস্তার পাশে এক এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ। সেখানে পৌঁছে জানা যায় মৃত ব্যক্তির নাম দিগম্বর সোরেন। তিনি বারুইপুর পুলিশ জেলার কর্মরত পুলিশ কর্মী। মৃত পুলিশ কনস্টেবল দিগম্বর সোরেনের বাড়ি হুগলির পান্ডুয়াতে। বারুইপুর থানার ফুলতলার কাছে একটি পুলিশ ক্যাম্পে পোস্টিং ছিলেন ঐ পুলিশ কর্মী। দেহটি উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে বারুইপুর থানার পুলিশ। কনস্টেবল দিগম্বর সোরেনকে কেউ খুন করল নাকি নিছকই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ।

{link}
সূত্রের খবর, এলাকারই এক স্থানীয় চায়ের দোকানদার সকালে নিজের দোকান খুলতে গিয়ে প্রথম মৃতদেহটি দেখতে পান। তারপর তিনিই পুলিশে খবর দেন। খবর দেওয়ার পর ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে পুলিশ। নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন। মৃতদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। খুন নাকি দুর্ঘটনা, সেই ব্যাপারটি স্পষ্ট হবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই। 
{ads}

news Baruipur South 24 Paragana West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article