header banner

ভবিষ্যৎ কোথায় ?

article banner

বিধানসভা নির্বাচনের আগে যে বিষয়ের ওপর ভিত্তি করে আন্দোলন আরও তীব্র হচ্ছে শাসক দলের বিরুদ্ধে তা হল সরকারি চাকরি । একাধিক পরীক্ষার ফল ও ফল বিশেষে যোগদানের পর্ব সম্পূর্ণ না হওয়ায় কার্যত বৃহত্তর আন্দোলনের পথে হাঁটছে একাধিক পরীক্ষার্থী।সময়ের সঙ্গে বয়স বৃদ্ধি এক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে , বছরের পর বছর অপেক্ষা শেষে কার্যত ক্লান্ত একাধিক পরীক্ষার্থী , কেউ কেউ আশা ছেড়ে দিয়েছেন।এই একই চিত্র গ্রুপ ডি পদে চাকুরীপ্রার্থীদের।{ads} 


চাকরির পরীক্ষায়  উত্তীর্ণ হওয়ার পরেও বছরের পর বছর ওয়েটিং লিস্টেড গ্রুপ ডি পদে চাকুরীপ্রার্থীরা। শূন্য পদে তাঁদের নিয়োগের জন্য  একাধিকবার দাবি জানিয়েও কোনো সুরাহা হচ্ছেনা।মঙ্গলবার কাজিপাড়ায়  চাকুরীপ্রার্থীরা একত্রিত হন। সেখান থেকে মিছিল করে নবান্নে ডেপুটেশন দিতে যাওয়ার পথে পুলিশ তাঁদের আটকায়। 
চাকুরীপ্রার্থীরা জানান তাঁরা বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কিছু হয়নি , তাঁরা আর.টি.আই.করেছিলেন কিন্তু সেখানেও তাঁদের জানানো হয় ওয়েবসাইট নজর রাখতে । কিন্তু তাঁদের ফলাফলের পিডিএফ তাঁরা পাননি।তাঁরা সাহায্যের জন্য দুয়ারে সরকার ক্যাম্পেও যান ।এক গভীর অন্ধকারাছন্ন ভবিষ্যতের কথা মাথায় রেখে আলোর আশায় এগিয়ে চলেছেন তাঁরা । {ads}   
 

Nabanna Government jobs Deputation Duare Sorkar Election2021 West Bengal howrah news west bengal news today live west bengal news nabanna nabanna scholarship 2020 nabanna avijan 2020 subhendu

Last Updated :