header banner

রেল চালানো নিয়ে প্রশাসনিক আলোচনা

গত প্রায় ১০ দিনেরও বেশি সময় ধরে পূর্ব রেলের বিভিন্ন শাখার বিভিন্ন স্টেশনে বিক্ষোপ দেখাচ্ছেন যাত্রীরা। একদিনে লোকাল ট্রেন চালানোর দাবিতে পাশাপাশি স্পেশাল ট্রেনে সফর করার দাবিতে চলছে এই বিক্ষোভ।
গত শুক্র ও শনিবার এই দাবিতেই ব্যাপক বিক্ষোভের ঘটনা ঘটছে হাওড়া স্টেশনে। যাত্রী বিক্ষোভে হঠাৎ R.P.F এর লাঠি চার্জেরও ঘটনা ঘটছে। লোকাল ট্রেন চালানোর দাবিতে বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী, কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী রেলমন্ত্রীকে আবেদনও জানিয়েছেন। নিত্য রেল যাত্রীদের কথা চিন্তা করে শেষ পর্যন্ত রাজ্য সরকার রেলের সঙ্গে বৈঠক করতে সম্মত হয়েছে।
আজ নবান্নে বিকেল ৫ টার সময় পূর্ব রেলের একাধিক পদস্ত কর্তা ও প্রথম সারির সরকারি প্রতিনিধিরা আজকের এই আলোচনায় থাকবেন। মূলত অফিস টাইমের সময় সকালে এবং বিকালে ট্রেন চালিয়ে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করা হবে। তবে চিন্তার বিষয় এইটাই যে স্বাস্থ্য বিধি মেনে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হবে। কোভিড পরিস্থিতিতে সংক্রমণ যাতে দ্রুত গতিতে ছড়িয়ে না পড়ে সেই দিকে নজর রেখে এবং সামাজিক দুরত্ত্ব বিধির কথা মাথায় রেখে ট্রেন চালু করা যেতে পারে ।{ads}
 

Nabanna Aministrative Discussion Baidyabati Railway Crossing indian railways hooghly river tidal bore baidyabati news today baidyabati club presto agitato public indian railways documentary indian rai

Last Updated :