header banner

নদীয়া বইমেলা স্থানান্তরিত শান্তিপুরে, কৃষ্ণনগরে পৃথক বইমেলার আয়োজন পৌরসভার

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ ঐতিহ্যবাহী নদীয়া বইমেলা থেকে বঞ্চিত কৃষ্ণনগর। সেই কারনেই বেশ কিছুদিন ধরে গলায় আক্ষেপের সুর শোনা যাচ্ছিল কৃষ্ণনগরবাসীদের মধ্যে। এই বছর কৃষ্ণনগরের পরিবর্তে বইমেলা আয়োজিত হতে চলেছে নদীয়ার শান্তিপুরে। 

{link}
কিন্তু এহেনে দুঃখের আবহেই কৃষ্ণনগরের বইপ্রেমী মানুষদের জন্য আনন্দের খবর নিয়ে এলো কৃষ্ণনগর পৌরসভা। কৃষ্ণনগর সহ সন্দেহিত এলাকার বইপ্রেমীদের জন্য এবার কৃষ্ণনগর পৌরসভা প্রথম বইমেলার আয়োজন করতে চলেছে পৃথকভাবে। কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীর মাঠে ২০ ডিসেম্বর প্রথম বর্ষের এই বইমেলার শুভ উদ্বোধন হবে। বইমেলাটি চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। একই সাথে প্রতিদিন খ্যাতনামা শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পৌরসভা আয়োজিত বইমেলার মূল মঞ্চে। এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রিতা দাস। কৃষ্ণনগর সহ আশেপাশের যে সমস্ত পুস্তক প্রেমীরা আছে তারা যাতে নিরাশ না হয় তাই এই উদ্যোগ কৃষ্ণনগর পৌরসভার। যে ঘোষনা শোনার পর ইতিমধ্যেই খুশির আবহ কৃষ্ণনগরবাসীর মধ্যে। 
{ads}

news Nadia Book Fair Krishnanagar সংবাদ

Last Updated :