header banner

জমি না লিখে দেওয়ায় মেরে মায়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ মা-বাবার কাছে তার সন্তান যতোটা প্রিয়, সন্তানের কাছেও কি ততোটাই? অধিকাংশ ক্ষেত্রেই বেশ কিছু সময়ে কিছু ঘটনা যেন প্রশ্ন তুলছে বাস্তবিকতা ও বাস্তব পরিস্থিতি ঘিরে। ছেলের অত্যাচারে এর আগেই মারা গেছে বাবা, এবার জমি জায়গা না লিখে দেওয়ায় মেরে মায়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ একমাত্র ছেলের বিরুদ্ধে। অবশেষে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অসহায় মা। নইলে নিজ ছেলের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানাতে চায় কোন মা? কিন্তু বর্তমান পরিস্থিতির কারনে ভয়ে ঢুকতে পারছেন না নিজের বাড়িতেই। যে ছেলেকে ছোট থেকে নিজের হাত করে লালন-পালন করে বড়ো করেছেন সেই ছেলের থেকে এহেন প্রতিদান মেনে নেওয়া সম্ভব? প্রশ্ন উঠছে সামাজিক মহলে। 

{link}
ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার বাথানগাছি এলাকায়। শান্তিপুর থানার পাবনা পাড়ার বাসিন্দা দীপালি ঘোষ। স্বামী এক বছর আগে ছেলের অত্যাচার সহ্য করতে পেরে আত্মহত্যা করেছেন। তার এক ছেলে এবং দুই মেয়ে। দীপালি ঘোষ কোন রকমে অন্যের বাড়িতে কাজ করে দুই মেয়েকে নিয়ে সংসার চালান। ছেলে সুকেশ ঘোষ বিয়ে করে আলাদা হয়ে গেছে। কিন্তু অভিযোগ নিত্যদিন জমি জায়গা নিজের নামে লিখে দেওয়ার জন্য বাড়ির সকলকে মারধর করে। এর আগেও একাধিকবার অভিযুক্ত ছেলে তার মাকে মারধর করেছে। এদিন আবারো হঠাৎ ছেলে মাকে মেরে মাথা ফাটিয়ে দেয়। প্রতিবাদ করলে নিজের বোনকেও মারধর করে বলে অভিযোগ অভিযুক্ত ছেলের বিরুদ্ধে। প্রতিবেশীদের কোন কথাই শোনে না অভিযুক্ত ছেলে। অত্যাচারের ভয়ে বর্তমানে ঘরছাড়া অসহায় গৃহবধূ। অবশেষে অত্যাচার সহ্য করতে না পেরে থানার দ্বারস্থ হলেন তিনি। মায়ের অভিযোগ নিত্যদিন ছেলে মদ্যপ অবস্থায় বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করে। তিনি চাইছেন প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক যাতে সুষ্ঠুভাবে তিনি বাড়িতে বসবাস করতে পারে এবং অভিযুক্ত ছেলের আইনত শাস্তি হয়। 
{ads}

Nadia son Mother father beating family fight Santipur Nadia police relation West Bengal India নদীয়া সংবাদ

Last Updated :