header banner

North 24 Paraganas: দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ! সীমান্তবর্তী এলাকায় ব্যাপক তল্লাশি ও নাকা চেকিং রাজ্য পুলিশের

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সোমবার দিল্লি লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরনে মৃত্যু হয়েছে অনেকের। আর সঙ্গে সঙ্গে  তৎপর হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ রাজ্যপুলিশ। বিস্ফোরণের ঘটনার পর থেকেই সীমান্তবর্তী এলাকা বসিরহাট জুড়ে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান ও নাকা চেকিং। সূত্রে খবর, বসিরহাট পুলিশ মিনাখাঁর বাসন্তী হাইওয়ে, বসিরহাটের ওল্ড সাতক্ষীরা রোড, গুরুত্বপূর্ণ ইছামতি ব্রিজ, বাদুড়িয়া, স্বরূপনগর ও সুন্দরবনের হেমনগর কোস্টাল এলাকায় জোরদার তল্লাশি চালাচ্ছে। মোড়ে মোড়ে ছোট-বড় সমস্ত যানবাহন থামিয়ে চলছে কড়া পরীক্ষা। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া, প্রশাসনের নজর রয়েছে ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী ঘোজাডাঙা চেকপোস্ট ও হাকিমপুর সীমান্তে। সেখানে পণ্যবাহী পরিবহণগুলির উপর বিশেষ নজরদারি শুরু হয়েছে। একদিকে সীমান্তরক্ষী বাহিনী, অন্যদিকে স্থানীয় থানার পুলিশ যৌথভাবে চালাচ্ছে নাকা চেকিং।

{link}

  পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতভর চলা তল্লাশি অভিযানের পাশাপাশি এদিন সকালেও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় মোতায়েন রয়েছে গোয়েন্দা সংস্থার কর্মীরাও। অন্যদিকে, হাসনাবাদ রেল স্টেশনে জিআরপির তল্লাশি অভিযান চালিয়েছে, হাসনাবাদের বনবিবি সেতুতেও চলছে বিশেষ তল্লাশি অভিযান। যাত্রীবাহী ও মালবাহী যানবাহনের পাশাপাশি বাইক আরোহীদেরও থামিয়ে পরীক্ষা করা হচ্ছে। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, দেশের রাজধানীতে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত গুরুতর। তাই সীমান্তবর্তী এলাকাগুলিতে কোনওরকম সন্দেহজনক চলাফেরা বা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতেই চলছে এই বিশেষ অভিযান।

{ads}

Delhi Blast Delhi Blast News Naka Checking Bengali News West Bengal News West Bengal Police তল্লাশি দিল্লি দিল্লি বিস্ফোরণ কান্ড

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article