header banner

নন্দীগ্রামে ছেঁড়া তৃনমূলের ফ্লেক্সে মুখ্যমন্ত্রীর ছবি, উত্তপ্ত রাজনৈতিক মহল

article banner

নন্দীগ্রামে মমতা বন্দোপাধ্যায়ের ফ্লেক্স ছেঁড়া ঘিরে চাঞ্চল্য। আজ নন্দীগ্রামে শুভেন্দু ও দিলীপ ঘোষের সভা রয়েছে। সেই  সভার আগেই এই ফ্লেক্স ছেঁড়া ঘিরে জনগন ও রাজনৈতিক মহলের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। স্থানীয় সূত্রের খবর গতকাল রাতে নন্দীগ্রামের ২ নং ব্লকের খোদামবাড়ী বাস স্ট্যান্ড থেকে সিদ্ধেশ্বর বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত তৃনমূল কংগ্রেসের লাগানো ফ্লেক্সে মমতা ব্যানার্জির ছবি ও পতাকা ছিঁড়ে দেওয়া হয়। সকালে সেই দৃশ্য দেখার পরেই রাজনৈতিক মহলে ঘটনা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে। 

তৃনমূলের পক্ষ থেকে অভিযোগের তির তোলা হয়েছে বিজেপির উপর। এই প্রসঙ্গে তৃনমূল কর্মী স্বপন পাত্র বলেছেন, রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের মমতা ব্যানার্জির ফ্লেস্ক ব্লেড দিয়ে ছিঁড়ে দেওয়া হয়েছে এবং কোথাও কোথাও পতাকা খুলে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। আমাদের এলাকায় এই সমস্ত সমস্ত জিনিস মানুষ মেনে নিতে পারছেন না, শান্ত পরিবেশকে অশান্ত করে তুলেছে বিজেপি। এছাড়াও এর ফল ২০২১- এ ভুগতে হবে বিজেপি কর্মীদের বলে মন্তব্য করেছেন এই তৃনমূল নেতা।


এই মুহুর্তে রাজ্যে রাজনৈতিক বিষয়বস্তুর অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে নন্দীগ্রাম। স্থানীয় ও সুপরিচিত রাজনৈতিক মুখ শুভেন্দু অধিকারীর দল পরিবর্তন দিয়ে সূত্রপাত ঘটেছিল। তারপর ক্রমশ একের পর এক ঘটনায় রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে পশ্চিমবঙ্গের এই জেলায়। রাজনৈতিক লড়াই থেকে বাদ পড়েনি নন্দীগ্রামের শহীদ স্মরনও। এখন এই রাজনৈতিক লড়াইয়ে সব শেষে নন্দীগ্রামে কোন ফুল প্রস্ফুটিত হয় তাই দেখার বিষয়। 

{ads}

Nandigram Trinamool Congress Mamata Bannerjee Politics Current Situation Election 2021 BJP West Bengal India

Last Updated :