header banner

কমিকসের রূপকারের গল্পে...

article banner

আমাদের ছোট বেলার প্রতিটা মুহূর্তে রয়ে গেছে যাদের ছোঁয়া, কিংবা যে গল্প পড়ে আজও আট থেকে আশি সবার মুখে হাঁসি ফুঁটে ওঠে এখনও। সেই ছোট থেকে বড় সকলের প্রিয়, আমাদের বড় হয়ে ওঠার সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে রয়েছে হাঁদা-ভোঁদার মজার সব কান্ডকারখানা। বাঁটুলের মতো শক্তিমান হয়তো আর কাউকেই দেখতে পাওয়া যায়নি এখনও পর্যন্ত। নন্টে-ফন্টে কবে ঠিকমতো জব্দ করতে পারবে কেল্টুদাকে কে জানে? এইসব মজার চরিত্রগুলি মিলেমিশে একাকার হয়ে আছে প্রতিটা বাঙালির ঘরে। কল্পনার সাথে বাস্তবতার মেল বন্ধন ঘটিয়েছেন যিনি তিনি আর কেউই নন আমাদের সকলের প্রিয় নারায়ণ দেবনাথ। তিনি ভারতসরকার দ্বারা পদ্মশ্রী পুরষ্কারে পুরস্কৃত হতে চলেছেন। বয়স হয়েছে অনেক, কেমন লাগছে পদ্মশ্রী পেয়েছেন শুনে গাল ভরতি হাঁসি হেঁসে জবাব দিলেন,”পুরস্কার পেতে কার না ভালো লাগে?” তার সেই হাঁসিই আজও বাঁটুল কিংবা নন্টে ফন্টের হাত ধরে ফুঁটে ওঠে ছোট থেকে বড়ো হাজারও বাঙালির মুখে। একবা আবদার করতে কাঁপা কাঁপা হাতেই বাঁটুলের ছবি এঁকে নিচে সই করে দিলেন “নারায়ন দেবনাথ, ২৬.১.২০২১” সত্যি এইরকম নক্ষত্র আজ বাংলার বুকে খুঁজে পাওয়া কঠিন। বাংলা নয়, সারা পৃথিবীতে নারায়ন দেবনাথ, একজনই ছিলেন আছেন ও থাকবেন। 
নারায়ণ দেবনাথ, যিনি  সর্বপ্রথম ভারতের কমিক্স লেখক যিনি ডি লিট ডিগ্রি প্রাপ্ত। এছাড়াও তিনি ২০১৩ সালে পেয়েছেন সাহিত্য একাডেমী ও বঙ্গবিভূষণ পুরষ্কার। এরপর আজকে ঘরে ভারত সরকারের চিঠি এসে উপস্থিত হয়, তিনি পেতে চলেছেন পদ্মশ্রী। আজ শুধু নারায়ন দেবনাথ নয়, আজ সারা বাঙালির গর্বের দিন। 

{ads}
 

Narayan Debnath Comics News West Bengal India

Last Updated :