শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক: নির্বাচন বিধিভঙ্গ করে টাকা বিলি করার অভিযোগ উঠল পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বিরুদ্ধে। কুলটির ডিসেরগড়ে পির বাবার একটি মাজারে গিয়েছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সেখানে তিনি চাদরও চড়ান। এরপরই দেখা যায় মাজার চত্বরে থাকা দুস্থ মানুষদের মধ্যে নরেন্দ্রনাথ চক্রবর্তী টাকা বিলি করছেন। আর বিধায়কের ছবি টাকা বিলানোর ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায় মুহূর্তে। এই ঘটনায় বিরোধীরা অভিযোগ করছে মডেল কোড অফ কন্ডাক্ট ভেঙে টাকা দিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। যদিও বিধায়ক এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি এবং কংগ্রেসের জেলা নেতৃত্ব। অবিলম্বে তারা নির্বাচন কমিশনের কাছে দাবি তুলেছেন বিধায়কের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।
{ads}