সুদেষ্ণা মন্ডল , নরেন্দ্রপুর :- উচ্চমাধ্যমিক পরীক্ষার ৫৭ দিন পর অবশেষে ফল প্রকাশিত হলো । মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও জয়জয়কার দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের । ৪৯৬ নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান পেয়েছে শুভ্রাংশু সরদার। পাশাপাশি রাজ্যের মেধা তালিকায় দশের মধ্যে জায়গা করে নিয়েছে আরো আট জন।শুভ্রাংশু সহ এই মোট নজনের সাফল্যে এখন খুশির হওয়া নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সকল শিক্ষকদের মধ্যে ।
{link}
মিশনের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ বলেন , নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এ বছর মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে ভালো ফলাফল করেছে । এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষায়ও রাজ্যের মধ্যে ভালো ফলাফল করেছে ছাত্ররা । ফলে আমরা আনন্দিত ও গর্বিত । শুভ্রাংশু ছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বহু ছাত্র-ছাত্রী মেধা তালিকায় নিজেদের নাম নথিভুক্ত করেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম হয়েছে শুভ্রাংশু সরদার , চতুর্থ স্থান অধিকার করেছে নরেন্দ্রনাথ ব্যানার্জি । প্রাপ্ত নম্বর ৪৯৩ । ষষ্ঠ স্থান অধিকার করেছে অর্কদ্বীপ ধারা । প্রাপ্ত নম্বর ৪৯১ । সপ্তম স্থান অধিকার করেছে বিতান শাসমল ও অর্ক ঘোষ , অভিরূপ পাল । প্রাপ্ত নম্বর ৪৯০, অষ্টম স্থানে শোহেব সাকলিন কবীর । প্রাপ্ত নম্বর ৪৮৯ । নবম স্থান অধিকার করেছে সায়ন সাহা ও অর্ক প্রতিম দে। দুজনের প্রাপ্ত নম্বর ৪৮৮ । আগামী দিনের এগিয়ে চলার পথ যেন আরো ভালো হয় , সেই শুভ কামনাও জানিয়েছেন স্বামীজী ।
{ads}