header banner

ডিএ-র ধর্ণামঞ্চে নওসাদ সিদ্দিকিকে ধাক্কা, ধৃত 'তোতা' কে নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা

article banner

নিজস্ব সংবাদদাতা: শনিবার ডিএ-র ধর্না মঞ্চে আক্রান্ত হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷ ডিএ-র দাবিতে সরকারি কর্মচারীদের ধর্না মঞ্চে বক্তব্য রাখার সময় মঞ্চে উঠে আইএসএফ বিধায়ককে ধাক্কা মারেন এক অজ্ঞাতপরিচয় যুবক৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্যরা ওই যুবককে ধরে ফেলেন৷ যুবককে মারধরেও উদ্যত হয় জনতা৷ যদিও আইএসএফ বিধায়ক নিজেই তাঁদের নিরস্ত করেন৷ পরে ওই যুবককে ধরে ময়দান থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ কিন্তু কে সেই যুবক? তার পরিচয় জানেন কি? 

{link}
প্রাথমিকভাবে জানা যায় ওই যুবকের বাড়ি হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া পশ্চিমপাড়ায়। তার নাম আব্দুল সালাম ওরফে তোতা। তোতা নামেই স্থানীয় এলাকা ও রাজনৈতিক মহলে পরিচিত তিনি। আব্দুল সালাম একসময় তৃণমূলের সক্রিয় কর্মী ও ডোমজুড়ের সেচ দপ্তরের প্রাক্তন মন্ত্রী রাজিব ব্যানার্জীর ছায়া সঙ্গী ছিলেন। ২০২১ এ রাজীব ব্যানার্জীর হাত ধরে বিজেপিতে যোগ দেন তোতা। পুনরায় রাজীব ব্যানার্জি তৃণমূল দলে ফিরলে তিনিও তৃণমূল শিবিরে ফিরে আসেন। যদিও তার তৃণমূলে থাকার কথা অস্বীকার করেছেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। তবে এখনও তিনি বর্তমানে বাঁকড়ার পঞ্চায়েত সদস্য রয়েছেন। যদিও পঞ্চায়েত কিংবা স্থানীয় এলাকায় তার বাড়িতে কোথাওই তার দেখা মেলে না।  তার বিরুদ্ধে তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ রয়েছে ডোমজুড় থানা থেকে শুরু করে হাওড়া বিভিন্ন থানায়। সবমিলিয়ে কার্যত তার নামের আগে 'সু'-এর থেকে 'দু'-এর প্রভাবই বেশি। 

{ads}

news DA Naushad Shiddique Trinamool Congress West Bengal সংবাদ

Last Updated :