header banner

পূর্ব মেদিনীপুরের হলদিয়ার জনসভায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন নওশাদ সিদ্দিকি

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে  এক হাতে নিলেন আই এস অফ বিধায়ক- নওশাদ সিদ্দিকি। পঞ্চায়েত নির্বাচনের আগে আই এস অফ বিধায়ক, নওশাদ সিদ্দিকি জনসভাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়েছে। বৃহস্পতিবার দুপুরে শিল্পনগরী হলদিয়ায় জনসভা করেন আই এস অফ বিধায়ক, নওশাদ সিদ্দিকি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তিনি।  এদিন তিনি  বলেন , "বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান বাংলার যুবকরা মাতাল হয়ে যাক।“ হলদিয়ার এক কর্মী সভায় এমনি মন্তব্য করলেন আই এস অফ বিধায়ক। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তার দলের প্রার্থী দিয়ে চলেছেন বলেই রাজ্যের বিভিন্ন জেলায় প্রাচারে নামলেন আই এস অফ বিধায়ক। পাশাপাশি হলদিয়া, মহিষাদল ও কোলাঘাটে একাধিক কর্মসূচিতে যোগ দেন তিনি। 
{link}
কর্মীসভা থেকে রাজ্যের শাসকদল তৃণমূলকে একহাতে নিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন , "মমতার সরকার বাংলার যুবকদের মদ খাইয়ে মাতাল করতে চাইছে।  আসানসোলে সংখ্যালঘু ভাইয়ের হত্যা কিনারা বা এলাকা শান্ত করতে পারেননি। এবং বিতর্কিত মন্তব্য করার জেরে বিজেপি নেত্রী নুপুর শর্মাকে কেন গ্রেফতার করা হলো না, বা ঐ নেত্রী কে কবে বাংলায় আনবেন মমতা বন্দ্যোপাধ্যায়! আমরাও দেখবো দিদিমুনি কবে আনেন ওনাকে। আর আমাকে বলে তৃণমূলের ভাইরা যে আমি নাকি বিজেপির দালাল কারণ বিধানসভার ভেতরে আমি এক বিজেপি বিধায়ককে আলিঙ্গন করেছিলাম তাই। আমি আমার দলের ভাইদের বলি তৃণমূলের বন্ধুদের থেকে জানতে চাও তোর দিদি নবান্নের ১৪ তলায় বসে অমিত শাহ জি সাথে কি কথা বলছিল ১৪ মিনিট ধরে? ওদের থেকে জানতে চাও পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারীতে মোহন ভাগবৎ জি-কে মিষ্টি কে পাঠিয়েছিল। নওশাদ যা করে তা প্রকাশ্যে তাই আমি বিজেপির দালাল আর তৃণমূল লুকিয়ে যা করে সে গুলো কি?" 
{ads}

East Midnapore West Bengal ISF Naushad Siddiqui News সংবাদ

Last Updated :