header banner

পরাক্রমকে অনুসরণ করে বাংলা গড়ার ডাক দিলেন দিলিপ ঘোষ

article banner

পরাক্রম দিবস হিসাবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে রেড রোডে নেতাজির মূর্তিতে মাল্যদান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।মাল্যদান পর্ব শেষে তিনি সভাতে সাংবাদিকদের বলেন নেতাজী সুভাষচন্দ্রের পরাক্রমকে অনুসরণ করে বাংলার পরিবর্তন করতে চাই।নেতাজির ১২৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আজ বাংলাতে আসছেন দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।তিনি সরকারি অনুষ্ঠানগুলিতেও যোগ দেবেন।ওনার সভাতে দেখা যেতে পারে অন্য এক নতুন চমক। আজ সারা দেশের মানুষ তার ভাষণ শুনবেন, এসবের মধ্যে একটা আলাদাই স্ফূর্তি রয়েছে।এর পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসকে সরাসরি কটাক্ষ করে বলেন যেভাবে দল থেকে একের পর এক এমপি বা এমএলএ চলে যাচ্ছে কয়েকদিন পর দলটির আর কোন অস্তিত্বই থাকবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। বিজেপি রাজ্য সভাপতির গলায় শোণা গেছে আরও এক নতুন সূর। তিনি বললেন ৩০ তারিখ যেদিন অমিত শাহ কলকাতায় আসবেন সেই দিন নতুন কিছু ঘটতে দেখা যাবে।ওনার গলার স্বরে ছিল প্রবল উত্তেজনা ও আত্মবিশ্বাস। তিনি আত্মবিশ্বাসের সাথে বললেন মে মাসে থাকবে বাংলা বাসীর কাছে এক নতুন সময়। আসল চমক তখনই দেখতে পাওয়া যাবে, যখন রাজ্যের সরকার বদলাবে। 


নেতাজির জন্মজয়ন্তী পালনে গোটা দেশ মেতে উঠেছে। প্রতি দলের নেতা-নেতৃরা নেতাজির জন্মবার্ষিকী নিয়ে উৎসাহিত।নেতাজি গোটা দেশবাসীকে একত্রিতভাবে দেখতে চেয়েছিলেন। নেতাজির পরাক্রমকেই অনুকরণ করে বাংলা গড়ার ডাক দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাফল্যমন্ডিত হবেন কি? 

{ads}
 

Netaji Birthday Celebration Dilip Ghosh BJP Kolkata Red Road West Bengal Narendra Modi Politics Elections

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article