header banner

নেতাজির জন্মদিন উপলক্ষে নির্মল গঙ্গার লক্ষে, অসামান্য আয়োজন

article banner

 

অভূতপূর্ব উদ্যোগ, গঙ্গাকে শীতল নির্মল ও পরিষ্কার রাখার দাবি নিয়ে গঙ্গারতি হলো বিবি স্ট্রীট  গঙ্গার ঘাটে। নেতাজির জন্মদিন উপলক্ষে এদিন সংকল্পের উদ্যোগে করা হয় এই গঙ্গা আরতি । আরতি উপলক্ষ্যে বেনারস থেকে পুরোহিত আনা হয় ও তার উপস্থিতিতে তার হাতেই হয় আরতি। প্রায় ২৫ মিনিট ধরে চলে শনিবার সন্ধ্যার এই আরতি।  গঙ্গা আরতি দেখতে দূর-দূরান্ত থেকে বহু মানুষ এসে উপস্থিত হয়েছিলেন গঙ্গার ঘাটে। প্রায় কয়েকশো লোকের সমাগম, নাম সংকীর্তন ও ঢাক বদ্যির শব্দে মুখর হয়ে উঠেছিল গঙ্গার পাড়। গঙ্গা আরতি দেখতেও হাজির হন বিজেপি রাজ্য কমিটির সদস্য প্রণয় রায় সহ আরো অনেকে। সংকল্পের পক্ষ থেকে কয়েকশো মানুষের হাতে তুলে দেওয়া হয় ভোগ প্রসাদ। আরতী শেষে কয়েকশো মানুষ তারা প্রদীপ ভাসিয়ে দেন গঙ্গার জলে। হুগলি জেলায় এই প্রথম এই বেনারসের পুরোহিত দিয়ে গঙ্গা আরতি হওয়ায় দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।


এদিন গঙ্গা আরতি শেষে সংকল্পের উদ্যোক্তা পঙ্কজ রায় বলেন আমরা শপথ নিয়েছি গঙ্গা কে শীতল নির্মল ও গঙ্গা পরিষ্কার করে রাখার। সেই উদ্যোগেই এই গঙ্গা আরতি। এছাড়াও স্বামীজির জন্মদিন গেছে এবং নেতাজির ১২৫ তম জন্মদিন এই দুটোকে এক সঙ্গে স্মরণ করে এই গঙ্গার অনুষ্ঠান আমরা করছি। সব মিলিয়ে শনিবার সন্ধায় কার্যত এক অন্য ধারার অনুষ্ঠানের সাক্ষী হয়ে রইল ওই এলাকার স্থানীয় বেশ কিছু মানুষ ও রাজ্যবাসি। 

{ads}
 

Netaji Subhas Chandra Bose 125th Birthday Celebration Ganga River Ganga Ganga Arati Benaras News Culture Human Interest Stories Cultures of India Kolkata West Bengal India

Last Updated :