header banner

২০২১ টি ডুব, হাড়কাঁপানো ঠান্ডা জলে অভিনব পদ্ধতিতে বর্ষবরন বিষ্ণুপুরের যুবকের

article banner

ভাবা যায়? শীতকালে সকালে পুকুরের জলে ডুব তাও আবার একটা দুটো নয় একেবারে ২০২১টা। নতুন বছরকে স্বাগত জানাতে প্রতিবারই মানুষ বিভিন্নরকম পদ্ধতির ব্যাবহার করে থাকে। কিন্তু এ যেন একেবারে ধারনার বাইরে। ২০২০ কে বিদায় জানিয়ে ২০২১ কে স্বাগত জানানোর জন্য জলে টানা ২০২১ খানা ডুব। হাড় কাঁপানো ঠান্ডায় পুকুরের জলে মোট ২০২১টি ডুব দিয়ে এই অভিনব পদ্ধতিতে নতুন বছরকে স্বাগত জানালেন বিষ্ণুপুরের এক যুবক। 
যে যুবকের এই কীর্তি, তার নাম সদানন্দ দত্ত। লালবাঁধের জলে সদানন্দের এই কীর্তি দেখবার জন্য লালবাঁধের তীরে উপস্থিত হয়েছিলেন অসংখ্য মানুষ। হাততালি ও গলা ফাটানো চিৎকারে মুহূর্মুহূ তারা উৎসাহিত করছিলেন সদানন্দকে। ২০২১টি ডুব দিয়ে জল থেকে উঠে সদানন্দ বলেন, ২০২১ টি ডুব দিয়ে নিজের মতো করে বছরকে স্বাগত জানালাম। এই মুহূর্তে তার লক্ষ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা। কিন্তু তার জন্য কোথায় কিভাবে কী পদক্ষেপ নিতে হয় তা তার জানা নেই। এই কাজে কোন প্রশাসনিক সাহায্যও মেলেনি বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। কিন্তু তার লক্ষ্যে তিনি এগিয়ে যাবেন বলেই জানাচ্ছেন সদানন্দ বাবু। অন্যদিকে নতুন বছরে মন্দির নগরীতে ঘুরতে এসে এই অভিনব মুহুর্তের সাক্ষী থাকতে পেরে খুশি পর্যটকেরাও। পিয়াসা দে সরকার নামে এক জনৈক পর্যটক বলেন, নতুন বছরে এটা একটা নতুন পাওনা হল। এখন সবশেষে এই অভিনব উদ্যোগের পর সদানন্দ বাবুর নাম গিনেস বুকে ওঠে নাকি তাই দেখার বিষয়। 


{ads}

New Year Celebrations New Year's eve New Year 2021 Bankura BIshnupur West Bengal India

Last Updated :