শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ২০২৬ নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নতুন তুরূপের তাস 'শ্রমশ্রী' প্রকল্প। রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিয়ে বেশ কিছুদিন ধরেই চলেছে নানা বিতর্ক। বিশেষ করে এই নিয়েই তৈরী হয়েছে 'বাংলা ভাষা' বনাম 'বাংলাদেশী ভাষা' বিতর্ক। ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের অত্যাচার করার যে অভিযোগ উঠেছে, তার মধ্যেই মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘বাংলায় ফিরলেই মিলবে ভাতা।’ মাসে মাসে ভাতা দেওয়া ছাড়াও এককালীন টাকা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। বাংলায় কাজ নেই বলে বাংলা ছেড়ে চলে যেতে হচ্ছে, এমন অভিযোগ তুলেছিলেন অনেকে।
{link}
এবার মমতা বলে দিলেন, বাংলায় ফিরে কাজ না পাওয়া পর্যন্ত সাহায্য করবে রাজ্য সরকার। নয়া এই উদ্যোগের নাম ‘শ্রমশ্রী’। সোমবার নবান্নে (Nabanna) সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের জন্য ‘প্রচেষ্টা’, ‘সমর্থন’, ‘স্নেহের পরশে’র মতো উদ্যোগ নিয়েছিল রাজ্য । আর এবার শুরু হচ্ছে ‘শ্রমশ্রী’। মন্ত্রিসভায় এই পরিকল্পনা পাশ হয়েছে বলে জানিয়েছেন তিনি। মমতা এদিন ঘোষণা করেন, যদি কোনও পরিযায়ী শ্রমিক ভিনরাজ্য ছেড়ে বাংলায় এসে থাকতে চান, তাহলে তাঁদের আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার।
{link}
মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট করে বলেন, যদি কোনও পরিযায়ী শ্রমিক ভিনরাজ্য ছেড়ে বাংলায় এসে থাকতে চান, তাহলে তাঁদের আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। প্রথমে বাংলায় ফিরে এলে এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হবে। এরপর এক বছর ধরে মাসে মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও স্বাস্থ্যসাথী সহ অন্যান্য সরকারি সুবিধা মিলবে বলেও উল্লেখ করেছেন তিনি। শ্রম দফতর পুরো বিষয়টি দেখবে। আর্থিক সাহায্যের পাশাপাশি ওই শ্রমিকদের নতুন করে কাজ পাওয়ার জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানিয়েছেন মমতা। ইতিমধ্যেই ৭৮ লক্ষ জব কার্ড তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। জানা গিয়েছে, গত কয়েকদিনের মধ্যে যাঁরা ফিরে এসেছেন, তাঁদের মধ্যে ২৭৩০টি পরিবার আছে। পরিবার পিছু ৪-৫ জন করে হলে মোট ১০ হাজার মানুষকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী (CM)।
{ads}