header banner

Darjeeling : পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  যখন ভারত বাংলাদেশের সম্পর্ক বেশ তলানিতে তখন আবার নতুন করে গোর্খাল্যান্ডের দাবীকে সামনে রেখে দার্জিলিংয়ে (Darjeeling) তৈরী হলো নতুন দল। দলের নাম ঘোষণা হবে সোমবার। ২৬-এর ভোটের আগে পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণ। পাহাড়ে আর কোনও অস্তিত্ব রইলো না হামরো পার্টির। জিএনএলএফ ভেঙে ২০২১-এর ২৫ নভেম্বর মিরিকে পথ চলা শুরু করেছিল অজয় এডওয়ার্ডের হামরো পার্টি।

{link}

২২-এ দার্জিলিং পুরসভা দখল করে তারা। যদিও পরে দল ভাঙিয়ে পুরবোর্ড দখল করে বিজিপিএম। আর সেই হামরো পার্টি গতকালই ভেঙে দেওয়া হয়। সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে নতুন দলের। এই নিয়ে প্রবল উৎসাহ দেখা গেছে পাহাড়ের অনেক নেতা ও কর্মীদের মধ্যে। দার্জিলিংয়ের জিমখানা হলে আত্মপ্রকাশ করবে নয়া পার্টি। মূলত পাহাড়ের গোর্খা ঐক্য ধরে রাখতেই এই উদ্যোগ।

{link}

পাহাড়বাসীর দীর্ঘদিনের দাবী আদায়ই লক্ষ্য। নতুন দলে থাকবেন সদ্য তৃণমূল ছেড়ে আসা এনবি খাওয়াশ, জনমুক্তি মোর্চার প্রাক্তন সভাসদ প্রকাশ গুরুং। থাকতে পারেন কার্শিয়ংয়ের প্রাক্তন বিধায়ক রোহিত শর্মা, কালিম্পংয়ের প্রাক্তন বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী। অজয় গতকাল জানান, বিজেপি, তৃণমূল, গোর্খা জনমুক্তি মোর্চা, বিজিপিএম, জিএনএলএফের একাধিক প্রতিষ্ঠাতা সদস্য যোগ দেবেন। '২৬ এর নির্বাচনের আগে এটা কেন্দ্র ও রাজ্যের শাসক দলের কাছে একটা বড়ো আঘাত বলেই মনে করা হচ্ছে।

{ads}

News Breaking News Darjeeling Politics Politician সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article