শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আজ, সোমবার সকালে বিচারপতি জয়মাল্য বাগচী (Joymalya Bagchi) সুপ্রিম কোর্টে বিচারপতি হিসাবে শপথ নেবেন আর তার পরেই শুনবেন আর জি কর মামলার শুনানি। সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে এরপর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন স্পর্শকাতর আর জি কর মামলার বিচারপতির বেঞ্চে জায়গা পেতে চলেছেন বিচারপতি বাগচি।
{link}
আসলে শীর্ষ আদালতের প্রথা অনুযায়ী, নতুন কোনও বিচারপতি শীর্ষ আদালতে যোগ দিলে প্রথম দিন প্রধান বিচারপতির বেঞ্চে তাঁকে বসানো হয়। এবং শীর্ষ আদালতের কাজকর্মের পাঠ হাতে-কলমে শেখান প্রধান বিচারপতি। সেই রীতি অনুযায়ী সোমবার শপথ গ্রহণের পর প্রধান বিচারপতির বেঞ্চে বসার কথা রয়েছে বিচারপতি বাগচির। এদিকে কাকতালীয়ভাবে সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ আর জি কর মামলার শুনানি শুরু হওয়ার কথা। তবে শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে, শুনানির কিছু সময় দেরি হতে পারে। জানা গেছে রবিবার দিল্লি পৌঁছেছেন কয়েকজন চিকিৎসক সহ তিলোত্তমার মা ও বাবা।
{link}
উল্লেখ্য, ২৯ জানুয়ারির প্রায় দেড় মাস বাদে সোমবার হতে চলেছে আর জি কর প্রসঙ্গে সুপ্রিম কোর্টের (Supreme Court) স্বতঃপ্রণোদিত মামলার শুনানি। নতুন প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর সঞ্জীব কুমারের বেঞ্চে গত বছরের ১০ ডিসেম্বর ছিল আর জি কর মামলার শুনানি। সেদিনই পরবর্তী শুনানি ১০ মার্চের কথা জানিয়েছিলেন প্রধান বিচারপতি। একইসঙ্গে বলা হয়েছিল, যেহেতু মাঝে তিন মাসেরও বেশি সময়, তাই এই সময়ে যদি কোনও পক্ষের কোনও বক্তব্য থাকে, তবে তারা আদালতের দ্বারস্থ হতে পারে।
{ads}