header banner

নেট মাধ্যমে প্রতারণার নয়া ছক, এইমসে চাকরি দেওয়ার নাম করে প্রতারিত যুবতি

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: পুনরায় প্রকাশ্যে নেট মাধ্যমে প্রতারনার নয়া ফাঁদ। সোশ্যাল মিডিয়ায় এইমস হাসপাতালের চাকরির বিজ্ঞাপন দেখে আবেদন করে প্রতারণার শিকার শান্তিপুর ফুলিয়া কালিপুরের এক যুবতী। শনিবার প্রতারণার অভিযোগে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে যুবতীর বাবা সাধন সিকদার। তিনি অভিযোগ করেন বেশ কয়েক দফায় টাকা ন্যায় ওই প্রতারক, তারপরে আবারও টাকা চেয়ে চাপ সৃষ্টি করে। তাদের সন্দেহ হওয়াতে আজ তারা শান্তিপুর থানার দ্বারস্থ হয়, এছাড়াও একটি লিখিত অভিযোগ দায়ের করে। তবে প্রতারিত যুবতীর বাবার অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।

{link}
অভিযোগ করা হয়েছে, প্রথমে ফর্ম ফিলআপ-এর নাম করে টাকা চাওয়া হয়। তার কিছুদিন পর পুনরায় মেডিকেলের নামে চাওয়া হয় টাকা। এই দুবার প্রতারকের তরফ থেকে চাওয়া নির্ধারিত অঙ্কের টাকা প্রদান করেন ওই যুবতির পরিবার। মেডিকেল এবং ফর্ম ফিলআপের টাকা চাওয়ার পরেও যখন, পুনরায় চাকরির জন্য প্রায় ১০ হাজার টাকা চাওয়া হয়, তখনই বিষয়টিতে খটকা লাগে ওই যুবতির পরিবারের। প্রতারণা চক্রে পড়ে যাওয়ার আন্দাজ করে তারা আজ পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুলিশ তদন্তের কি কিনারা করে, সেটিই দেখার বিষয়। 
{ads}

news Fraud Job West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article