header banner

গাড়িতে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ১০ জন পুণ্যার্থীর

article banner

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: গাড়িতে শর্ট সার্কিট হয়ে মৃত্যু ১০জন পুণ্যার্থীর। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চ্যাংড়াবান্ধা এলাকায়। জানা যায়, কোচবিহারের শীতলকুচি থেকে পিকআপ ভ্যানে করে ১৫ থেকে ২০ জন পূর্ণাথি জল্পেশ এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তখনই রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। 

{link}

স্থানীয় সূত্রের খবর, রবিবার রাতে পিকআপ ভ্যানে করে ১৫ থেকে ২০ জন পুণ্যার্থী কোচবিহারের শীতলকুচি থেকে জল্পেশ্বরের শিব মন্দিরের দিকে যাচ্ছিলেন। গাড়িতে ডিজে মিউজিক বাজানোর জন্য তাদের সঙ্গে জেনারেটরও ছিল। জানা যায়, চ্যাংড়াবান্ধার ধরলা সেতু পার হবার সময় কোন কারনে গোটা গাড়ি শর্ট সার্কিট হয়ে যায়। কয়েকজন পুণ্যার্থী বিদ্যুৎপৃষ্ট হয়ে যান। তখন গাড়ি চালক তাদের দ্রুত চ্যাংড়াবান্ধা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ১০জন পুণ্যার্থীকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ১৬ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে ৬ জনকে জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

{link}

ইতিমধ্যেই পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়িতে থাকা জেনারেটর থেকেই এই দুর্ঘটনাটি ঘটেছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
{ads}

News Accidental news Death Changrabandha area Cooch Behar West Bengal India কোচবিহার সংবাদ

Last Updated :