header banner

কাকদ্বীপের ট্রলার দুর্ঘটনায় জীবিত অবস্থায় সমুদ্র থেকে উদ্ধার ১৩, এখনও নিখোঁজ ৫

article banner

সুদেষ্ণা মন্ডল, কাকদ্বীপ: বঙ্গোপসাগরে  নিখোঁজ হয়ে যাওয়া ১৮ জন মৎস্যজীবীদের মধ্যে থেকে জীবিত অবস্থায় উদ্ধার ১৩ জন মৎস্যজীবী। তাদের মধ্যে বাকি ৫জন মৎস্যজীবী এখনও নিখোঁজ। সূত্রের খবর, শুক্রবার সকালে বঙ্গোপসাগরে একটি ট্রলার উল্টে যায়।আর ওই ট্রলারেই ছিলেন এই ১৮জন মৎস্যজীবী। নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে চলছে তল্লাশি। 

{link}

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৫ই আগস্ট এফবি সত্যনারায়ণ নামের একটি ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরতে বেরোয়। কিন্তু হঠাৎই নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ায় এবং আবহাওয়া খারাপ হতে শুরু করায় প্রশাসনের তরফ থেকে মৎস্যজীবীদের সতর্ক করা হয়। নিন্মচাপের জেরে শুরু হয় প্রবল ঝড়, বৃষ্টি। পরিস্থিতি ক্রমেই খারাপ হতে শুরু করে।পরিস্থিতি খারাপ হতে দেখে শুক্রবার সকালে বঙ্গোপসাগরে কেঁদো দ্বীপে আশ্রয় নেওয়ার জন্য ট্রলারটি উপকূলের দিকে রওনা দেয়।তখনই  কেঁদো দ্বীপের কাছে ট্রলারটি উল্টে যায়। ওই ট্রলারে ছিলেন ১৮ জন মৎস্যজীবী। নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে উদ্ধার কাজে নেমে পরে উপকূল রক্ষী বাহিনী। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে উত্তাল হতে শুরু করে সমুদ্র। সন্ধ্যার সময় কোনওমতে ১৩ জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়।শুক্রবার রাতেই তাদের কাকদ্বীপ মহকুমার হাসপাতালে নিয়ে আসা হয়। নিখোঁজ মৎস্যজীবীদের মধ্যে ১৩জন মৎস্যজীবীকে  উদ্ধার করা গেলেও এখনও ৫ জনের খোঁজ না মেলায় উদ্বেগে প্রশাসন।

{link}

প্রশাসন সূত্রে খবর, ডুবে থাকা ট্রলারটির অবস্থান চিহ্নিত করা গিয়েছে। কাকদ্বীপ মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, বাকি মৎস্যজীবীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।মৎস্যজীবীদের উদ্ধারের জন্য তিনটি ট্রলার নামানো হয়েছিল এদিন। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমুদ্র উত্তাল থাকার পাশাপাশি রাত হয়ে যাওয়ার কারণেই উদ্ধার কাজ ব্যাহত হয়। 

{ads}

News Kakdwip North 24 pargana West Bengal India কাকদ্বীপ সংবাদ

Last Updated :