header banner

অমরনাথ যাত্রায় গিয়ে আটকে পড়েছেন বসিরহাটের ১৬ জন পর্যটক

article banner

নিজস্ব সংবাদদাতা, অমরনাথঃ অমরনাথের মেঘ ভাঙ্গা বৃষ্টির জেরে এখনও নিখোঁজ রয়েছেন বহু বাঙালি পর্যটক।তারই মধ্যে বসিরহাট পৌরসভার  এক নম্বর ওয়ার্ডের  ধলতিথা পাড়ার ১৬ জন পুনার্থী এখনও অমরনাথে আটকে রয়েছেন। দুশ্চিন্তায় রয়েছেন তাদের পরিবারের লোকেরা। তারা ভিডিও কলের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন। 

{link}

জানা গিয়েছে, পিগলু দাস, প্রশান্ত মন্ডল ,শিল্পা মন্ডল, বুবাই ঘোষ, বিকাশ মণ্ডল, সহ মোট ওই ১৬ জন পর্যটক জম্মু কাশ্মীর ভগবতী  নগর বেস ক্যাম্পে আটকে রয়েছেন। আবার নতুন করে যদি মেঘ ভাঙ্গা বৃষ্টি  শুরু হয়, আবার যদি ধ্বস নামে তাহলে আর রেহাই মিলবে না।এই চিন্তাই ঘুম কেড়েছে তাদের পরিবারের লোকেদের।ইতিমধ্যে রাজ্য সরকার ও কেন্দ্র একটি হেল্প লাইন চালু করেছে। তাদের দ্রুত ফেরানোর জন্য সব রকম চেষ্টা চালানো হচ্ছে।  সিজার এলাকায় যারা অমরনাথ গিয়েছেন তাদের খোঁজ করে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটা পৌরসভাকে।  

{link}
 
তারা যতক্ষন না বাড়ি ফিরতে পারছেন ততক্ষন পর্যন্ত চিন্তামুক্ত হতে পারছেন না তাদের পরিবার।বসিরহাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের  প্রতিনিধি উদয় মন্ডল সরকারি সব রকম  সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন তাদের পরিবারদের।  যাতে তারা দ্রুত বাড়ি ফিরতে পারেন তার সবরকম চেষ্টা চালানো হচ্ছে, এমনটাই জানিয়েছেন তিনি।  
{ads}

News Basirhat 16 tourists stuck on Amarnath Amarnath yatra Heavy rain West bengal India সংবাদ অমরনাথ

Last Updated :