header banner

সাবধানের মার নেই......

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ শনিবার থেকেই শুরু বর্ধমানের ভবা পাগলার মেলা। গত ছবছর আগে এই মেলার সময়তেই ঘটেছিল দুর্ঘটনা। ভয়াবহ নৌকাডুবিতে মৃত্যু হয়েছিল ১৮ জনের। সেই ঘটনার কথা মাথায় রেখে তাই এবার কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হলো নদীয়ার শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাট। প্রশাসনের নজরদারিতে নিয়ম মেনে চলছে যাত্রী পারাপার।

{link}

বর্ধমানের কালনায় ভবা পাগলার মেলা উপলক্ষে নদীয়ার শান্তিপুর সহ একাধিক জায়গা থেকে হাজার হাজার ভক্তরা নৃসিংহপুর গঙ্গার ঘাট থেকে নৌকা করে ওপারে যান। ২০১৬ সালে একইভাবে পারাপার চলছিল। প্রশাসনের নিয়ম বহির্ভূত ভাবেই নৌকায় করে চলছিল পারাপার। একটি নৌকায় অত্যাধিক যাত্রী নেওয়ার কারণে হঠাৎ নৌকা তলিয়ে যায় নদীতে। ঘটনার পর প্রশাসনের তৎপরতায় শুরু হয়েছিল উদ্ধারকাজ। ওই ঘটনায় শিশুসহ মোট ১৮ জনের মৃত্যু হয়। আহত হন একাধিক যাত্রী। প্রশ্ন উঠেছিল কিভাবে নিয়ম বহির্ভূতভাবে যাত্রী পারাপার হচ্ছিলো?

{link}

 মূলত সেই কথা মাথায় রেখে শনিবার সকাল থেকেই প্রশাসনের তৎপরতা লক্ষ করা যায়। যদিও বর্তমানে নৌকার বদলে ভেসেলে করে পার হচ্ছেন যাত্রীরা। ভক্তরা যাতে নিয়ম মেনেই পারাপার করেন সেই নজরদারি চালাতে শান্তিপুর থানা থেকে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। যাত্রী পারাপার এ যেন কোন রকম নিয়ম ভাঙা না হয় সেই কারণে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।

{ads}
 

News 17 people died in boat sinking in 2016 Narashinghapur Nadia Bhaba Paglar Mela Burdwan West Bengal India বর্ধমান নদীয়া সংবাদ

Last Updated :