header banner

শিবের মাথায় জল ঢালতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ শিবের মাথায় জল ঢালতে গিয়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ২, গুরুতর জখম ২।মৃতরা হলেন সমির ঘোষ ও অসিত ঘোষ এবং  আহতরা হলেন প্রসেনজিৎ ঘোষ ও বাপ্পা ঘোষ। সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে পুর্ব বর্ধমানের পূর্বস্থলী জামালপুরে বুড়োরাজ মন্দিরের কাছে।ঘটনার জেরে এলাকায় নেমেছে শোকের ছায়া। 

{link}

স্থানীয় সূত্রের খবর, শ্রাবন মাসের সোমবার উপলক্ষে জামালপুরের বুড়োরাজ মন্দিরে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার উদ্দেশ্যে রবিবার রাতে ৯জন মিলে বেরিয়েছিলেন।সোমবার ভোরবেলা  বিশ্রামের জন্য পারুলিয়ার কাছে এসে বসে ছিলেন তারা। ঠিক তখনই একটি লেবু বোঝাই  ছোটো লড়ি তাদের উপর দিয়ে চলে যায়।ঘটনাস্থলেই  মৃত্যু হয় একজনের। বাকিদের পূর্বস্থলী হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে একজনের মৃত্যু হয়।ঘটনায় আরও তিনজনের আঘাত লাগে এবং দু জন গুরুতর জখম হন।তাদের মধ্যে দুজনের অবস্থার অবনতি হলে তাদের পূর্বস্থলী থেকে শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযোগ, গাড়িটির গতি বেশি থাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। 

{link}

ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যে তারা গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। পাশাপাশি গাড়ির চালককেও আটক করেছে পুলিশ।শুরু করা হয়েছে জিজ্ঞাসাবাদ।পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

{ads}

News Jamalpur Buroraj temple east Burdwan Road accident Death West Bengal India সংবাদ পথ দুর্ঘটনা পুর্ব বর্ধমান

Last Updated :