header banner

অ্যান্টি ক্রাইম ডিউটি চলাকালীন হাওড়া স্টেশন থেকে উদ্ধার  ২৯টি স্টার কচ্ছপ

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়া স্টেশন থেকে উদ্ধার  ২৯টি স্টার কচ্ছপ, গ্রেফতার ১। বৃহস্পতিবার অ্যান্টি ক্রাইম ডিউটি চলাকালীন কচ্ছপগুলি উদ্ধার করা হয়। তবে ব্যাগের মালিকের সন্ধান পাওয়া যায়নি।ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।কচ্ছপগুলিকে বনদপ্তরের হাতে  তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রের খবর। 

{link}

জানা যায়, হাওড়া স্টেশনের ১৭/১৮ প্লাটফর্ম থেকে উদ্ধার করা হয় কচ্ছপগুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া স্টেশনে নজরদারি চালানোর সময় একটি সন্দেহজনক ব্যাগ চোখে পড়ে আরপিএফ কর্মীদের। এরপর ব্যাগটি তল্লাশি চালানো হলে সেই ব্যাগ থেকে উদ্ধার হয় ২৯টি স্টার কচ্ছপ। এখনও ব্যাগের মালিকের সন্ধান পাওয়া যায়নি। তবে এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। তাকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। জিআরপির তরফ থেকে এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, কচ্ছপগুলি বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে। 

{link}

ইতিমধ্যেই পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও জানা যায়নি। পাচারকারীদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। কচ্ছপগুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছে এবং কোন জায়গায় নিয়ে যাওয়ার জন্য হাওড়া স্টেশনে আনা হয়েছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ।
{ads}

News Tortoises Howrah station West Bengal India সংবাদ হাওড়া

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article