header banner

বেতনের দাবিতে ফের আন্দোলনের পথে বাঁকুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীরা

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ ফের আন্দোলনের পথে বাঁকুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীরা। বৃহস্পতিবার আবারও শাসক দলকে অস্বস্তিতে ফেলে নির্দিষ্ট সময়ে বেতনের দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হলেন তারা। এদিন সকাল থেকে পৌরসভার দপ্তরের সামনে  অবস্থান বিক্ষোভে অংশ নেন পৌরসভার প্রায় সাড়ে তিনশো জন অস্থায়ী কর্মচারী।

{link}

বিক্ষোভকারীদের দাবি, এই পৌরসভায় কর্মরত অস্থায়ী কর্মীরা নিয়মিত বেতন পাচ্ছেননা। এমনকি চলতি মাস শেষ হবার পরেও তারা বেতন পাননি বলে অভিযোগ। অস্থায়ী কর্মীদের পাশাপাশি চরম সমস্যায় পেনশান ভোগীরাও। পৌরসভার সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে নিজেদের দাবি দাওয়া সম্বলিত স্লোগান দিতে থাকেন তারা। এই মুহূর্তে তাদের একটাই দাবি, নির্দিষ্ট সময়ে তাদের বেতন দেওয়া হোক। প্রসঙ্গত পৌরসভা ভোটের আগেও অস্থায়ী কর্মীরা বিক্ষোভে সামিল হয়েছিলেন। যারা নিয়মিত পৌরসভাকে স্বচ্ছ রাখছেন তাদের আর কতদিন এভাবে বঞ্চিত হতে হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। যারা নিয়মিত পৌর পরিষেবা দিচ্ছেন তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, অভিযোগ বিরোধী দল বিজেপিরও।

{link} 

সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামীর দাবি, সরকার মেলা, খেলাতে দেদার টাকা খরচ করছে। অথচ নিয়মিত পরিষেবা দিয়েও এই মানুষ গুলি বেতন পাচ্ছেননা। বিজেপি এই পৌরসভায় ক্ষমতায় এলে এই অব্যবস্থার অবসান হবে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি বলেন, অপরিকল্পিতভাবে প্রয়োজনীয় কর্মচারীর থেকে বেশি কর্মচারী নিয়োগ হয়েছে। সে কারণেই বেতন নিয়ে সমস্যা হচ্ছে । তবে এই সমস্যা কিভাবে দ্রুত সমাধান করা যায় তার প্রচেষ্টা চালাচ্ছেন বলে তিনি জানান।

{ads}
 

News 350 temporary employees Movement again Bankura Municipality Sonamukhi Bankura West Bengal India বাঁকুড়া সংবাদ

Last Updated :