header banner

মিড ডে মিলে টিকটিকি, সেই খাবার খেয়ে অসুস্থ ৪৫ জন পড়ুয়া

article banner

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনাঃ স্কুলের মিড ডে মিলের খাবারে টিকটিকি, সেই খাবার খেয়ে অসুস্থ ৪৫ জন পড়ুয়া। বৃহস্পতিবার  ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি কাশীনগর অঞ্চলের পুরন্দরপুর প্রাথমিক বিদ্যালয়ে। জানা যায়, মিড ডে মিল খাওয়ার পরে হঠাৎই বমি আর পেট যন্ত্রনা শুরু হয় ছাত্রছাত্রীদের। এরপর স্কুল কর্তৃপক্ষ তাদের হাসপাতালে নিয়ে যায়। 

{link}

স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার পুরন্দরপুর প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীরা প্রত্যেকদিনের মতনই মিড ডে মিল খেয়েছিল। অভিযোগ, মিড ডে মিলের খাবারে  টিকটিকি পড়ে যাওয়া সত্ত্বেও এদিন সেই খাবারই ছাত্রছাত্রীদের খাওয়ানো হয়। সেই মিড ডে মিল খাওয়ার পরে হঠাৎই অসুস্থ বোধ করে ছাত্রছাত্রীরা। শুরু হয় বমি আর পেটে ব্যাথা। এরপর স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি পড়ুয়াদের পুরন্দপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় । ওই ৪৫ জন পড়ুয়ার মধ্যে ২২ জন পড়ুয়া বর্তমানে পুরন্দপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। ছাত্রছাত্রীদের অভিভাবকেরা জানান, বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের খুবই নিম্নমানের খাবার দেওয়া হয়। তাদের দাবী, বিদ্যালয়ের রাঁধুনি বদলাতে হবে। এই ঘটনার খবর চাউর হতে তড়িঘড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে পৌঁছান রায়দিঘির বিধায়ক ডা: অলোক জলদাতা। তিনি গিয়ে ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাথেও কথা বলেন। 

{link}

ডাঃ তাপস দাস জানান, বর্তমানে বিপদের আশঙ্কা কেটে গিয়েছে প্রাথমিক চিকিৎসার করার পর অনেক পড়ুয়াকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি পড়ুয়ারাও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবে। এখন প্রশ্ন উঠছে এই যে, খাবারে টিকটিকি পড়ে যাওয়া সত্ত্বেও সেই খাবারই পড়ুয়াদের খাওয়ানো হল কেনো? তবে কি অভিভাবকদের অভিযোগ অনুযায়ী স্কুল কর্তৃপক্ষের গাফিলতির জন্যই অসুস্থ হয়ে পড়তে হল এতজন ছাত্রছাত্রীদের?   
{ads}

News Raidighi South 24 pargana West Bengal India সংবাদ দক্ষিন ২৪ পরগণা

Last Updated :