header banner

সৈকতে হাতেই প্লাস্টিক কুড়িয়ে পরিস্কার করলেন মন্দারমনি কোস্টাল থানার ওসি

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস। তার ওপর  শনিবার ও রবিবার সৈকত নগরীতে এমনিতেই পর্যটকদের আনাগোনা পরিপূর্ণ থাকে। তাই বিশ্ব পরিবেশ দিবস সচেতনতা উপলক্ষে বিশেষ উদ্যোগ নিল মন্দারমনি উপকূল থানার পুলিশ। 

{link}

গত কয়েকদিন ধরে মন্দারমনি সৈকতে প্লাস্টিক বর্জনের জন্য পর্যটকদের সচেতন করা হচ্ছে। পাশাপাশি মন্দারমনি কোস্টাল থানার ওসি অনুষ্কা মাইতি সহ পুলিশ কর্মীরা নিজের হাতে প্লাস্টিক পরিষ্কার করছেন। ওসির কর্মকাণ্ডে খুশি বেড়াতে আসা পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা। বিগত কয়েকদিন ধরে মন্দারমনি সহ একাধিক বীচে যত্রতত্র প্লাস্টিক তুলে পরিষ্কার করছেন পুলিশ কর্মীরা। সৈকত নগরী একেবারে ঝাঁ-চকচকে। বেড়াতে এসে কার্যত খুশি শুধু কলকাতা নয়, ভিন রাজ্যের পর্যটকরাও। রাজস্থান থেকে বেড়াতে আসা এক পর্যটক বলেন, শুধু পরিবেশ দিবস উপলক্ষ্যে সৈকত নগরীকে পরিষ্কার করলে চলবে না। সব সময় যাতে পরিষ্কার রাখা হয় তার জন্য পুলিশ প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

{link} 

কলকাতা অশোকনগরে থেকে বেড়াতে আসা এক পর্যটক বলেন ,প্রায় অনেকদিন হল তারা মন্দারমনিতে বেড়াতে এসেছেন। কিন্তু বীচে কোন প্লাস্টিক দেখতে পাননি। এদিন মন্দারমনি উপকুল থানার ওসি অনুষ্কা মাইতি বলেন, শুধু পরিবেশ দিবস উপলক্ষ্যে নয়, সারা বছরই পরিবেশবান্ধবের  কথা মাথায় রেখে সৈকত নগরীর সমস্ত এলাকাকে প্লাস্টিক মুক্ত করে রাখা হবে। পাশাপাশি পর্যটকদেরও এ বিষয়ে সচেতন করবেন তিনি।

{ads}

News 5th june World Environment Day Mandarmoni coastal police station OC Anushka Maity Mandarmoni East Medinipur West Bengal India বিশ্ব পরিবেশ দিবস মন্দারমনি সংবাদ

Last Updated :