header banner

গরু পাচারের ঘটনায় পশ্চিম মেদিনীপুর থেকে গ্রেফতার ৬

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: গরু পাচার কাণ্ডে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল যখন সি.বি.আই -এর হাতে গ্রেফতারির পর জেল হেফাজতে রয়েছেন, ঠিক তখনই গরু চুরি করে পাচারের ঘটনায় ছজনকে গ্রেফতার করলো বাঁকুড়া জেলা পুলিশ। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার দুস্কৃতিদের আদালতে তোলা হবে।

{link}

পুলিশ সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই বাঁকুড়া সদর, কোতুলপুর, ছাতনা সহ বেশ কয়েকটি থানা এলাকায় গরু চুরির ঘটনা বেড়েই চলছিল। এই অবস্থায় বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ডি.এস.পি.ডি.এন.টি-র নেতৃত্বে ওই তিনটি থানার আই.সি, ও.সি ও অন্যান্য পুলিশ আধিকারিকদের নিয়ে সিট গঠণ করা হয়। সিটের সদস্যরা তদন্তে নামার ১০ দিনের মধ্যে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে অভিযুক্তদের গতিবিধির উপর নজর রাখা শুরু করে। এর মাঝেই পুলিশের কাছে খবর আসে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানা এলাকার একদল দুস্কৃতি মূলতঃ রাত ১২ টার পর বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলির প্রত্যন্ত গ্রাম গুলিতে গরু চুরি করে সকালের মধ্যে ফের নিজেদের ডেরায় ফিরে যায়। আবার সেই চুরি করা গরু গুলিকে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গাতে বিক্রি করে। খবর পেয়ে সিটের তদন্তকারী অফিসাররা ওই দুস্কৃতিদের হাতেনাতে ধরার জন্য ওৎ পেতে বসেছিলেন। অবশেষে মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার বালিচকে দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা ওই ৬ দুস্কৃতিকে হাতেনাতে ধরে ফেলেন।

{link}

বর্তমানে ওই ৬জন দুস্কৃতি পুলিশি হেফাজতে রয়েছে। দুস্কৃতিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।  ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে বুধবার দুস্কৃতিদের বাঁকুড়া  জেলা আদালতে তোলা হবে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে। 
{ads}

News Bankura Cow smuggling case Bankura district police West Bengal India গরু চুরি গ্রেফতার বাঁকুড়া সংবাদ

Last Updated :