header banner

অবসরপ্রাপ্ত রেলকর্মীর অ্যাকাউন্ট থেকে উধাও ৬৪ হাজার টাকা, তদন্তে নবদ্বীপ থানার পুলিশ

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পরিচয়ে ভুও ফোন আসার দুদিনের মধ্যে অ্যাকাউন্ট থেকে উধাও ৬৪ হাজার ২৬৪ টাকা।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপে।অভিযোগ, ব্যাংক ম্যানেজারের পরিচয়ে ফোন করা ওই অজ্ঞাত ব্যক্তিকে নিজের অ্যাকাউন্ট নাম্বার ও এটিএম কার্ড নাম্বার জানানোর পর থেকেই উধাও হতে শুরু করে টাকা। 

{link}

জানা গিয়েছে, নবদ্বীপ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বুড়ো শিবতলা ব্যানার্জি পাড়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত রেল কর্মী ৬২ বছর বয়সী অভিজিৎ ভট্টাচার্য।মঙ্গলবার ব্যাংক ম্যানেজারের পরিচয় দিয়ে এক অজ্ঞাত ব্যক্তি তাকে ফোন করে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট ও এটিএম কার্ড ব্লক হয়ে গিয়েছে বলে জানান।  এরপর অভিজিৎ বাবুর কাছে অ্যাকাউন্ট নাম্বার ও এটিএম কার্ড নাম্বার জানতে চাইলে তিনি বিশ্বাস করে ওই ব্যক্তিকে সবিস্তারে সব  জানিয়েও দেন। অভিযোগ, এরপর থেকেই খেপে খেপে অভিজিৎবাবুর ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কাটতে শুরু করে টাকা। মঙ্গলবার প্রথমে তিন খেপে ১০ হাজার টাকা করে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায়। এরপর বুধবার প্রথমে ১০ হাজার টাকা এবং পরে ২৪ হাজার ২৬৪ টাকা কেটে নেওয়া হয়।  

{link}

পুরো বিষয়টি  অভিজিৎবাবু প্রথমে ব্যাংকে জানান।এরপরে নবদ্বীপ থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিজিৎ ভট্টাচার্যের লিখিত অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।  
{ads}

News Navadwip Nadia West Bengal India সংবাদ নবদ্বীপ নদীয়া

Last Updated :