header banner

মদ্যপ যুবকদের হাতে প্রহৃত হাওড়ার চিকিৎসক

article banner


নিজস্ব সংবাদদাতা, হাওড়া: একদল মদ্যপ যুবককে মদ্যপান করতে নিষেধ করার অপরাধে তাদের হাতেই বেধড়ক মার খেলেন এক চিকিৎসক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে ব্যাঁটরা থানা এলাকার ৩৫/১ দশরথ ঘোষ লেনে। জানা যায় আহত ওই চিকিৎসকের নাম বিক্রম সিং। অভিযোগ মদ্যপ যুবকরা তার মাথায় লোহার রড ও কাঠের টুল দিয়ে আঘাত করেন। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

{link}

স্থানীয় সূত্রের খবর, ওই চিকিৎসক হাওড়ার দাস নগরের বাসিন্দা। কিন্তু ব্যাঁটরা থানার দশরথ ঘোষ লেন এলাকাতেও তাঁর একটি বাড়ি রয়েছে। সোমবার সন্ধ্যাবেলা তিনি দাসনগরের ১১ নম্বর পিসি লেনের বাড়ি থেকে দশরথ ঘোষ লেনের বাড়ির উদ্দেশ্যে যান। সঙ্গে তাঁর বাবাও ছিলেন। এরপর তিনি বাড়ির ভেতরে ঢুকে দেখেন একদল যুবক তাঁদের বাড়ির ভেতরে বসে মদ্যপান করছেন। অভিযোগ, তাঁর বাবা এই ঘটনার প্রতিবাদ করলে ওই যুবকরা তাঁদের দিকে তেড়ে আসে। এরপর ওই চিকিৎসক তাদের সেখান থেকে চলে যেতে বললেও তারা একজোট হয়ে তাঁর উপরে চড়াও হয় এবং তাঁকে তাঁর বাবার সামনেই বেধড়ক মারধর করে তার মাথা ফাটিয়ে দেয়। এরপর তাঁর বাবা আটকাতে গেলে তাঁকেও নিগ্রহ করা হয় বলে অভিযোগ করেন তিনি। তাঁর আরও অভিযোগ , ওই যুবকরা নিজেদের এলাকার মস্তান বলে পরিচয় দিয়ে তাঁদের হুমকি দেয় এই এলাকায় তাঁদেরকে ঢুকতে দেবে না। চিকিৎসকের গলাতে একটি সোনার চেন ছিল। সেটাও তারা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।

{link}

ওই চিকিৎসক জানিয়েছেন, মদ্যপ অবস্থায় ওই যুবকরা তাঁর মাথায় লোহার রোড ও কাঠের টুল দিয়ে আঘাত করেন। তাপস মাল, রাজ মল্লিক, আকাশ পাল নামে তিন যুবকের কথা তিনি উল্লেখ করেন যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল। এই বিষয়ে তিনি দাসনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেফতারের ও শাস্তি দেওয়ার দাবি জানান ওই প্রহৃত চিকিৎসকের পরিবার। যদিও দাসনগর থানা থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর।

{ads}
 

News Bantra Police Station Dasnagar Dasharath ghosh Lane Howrah West Bengal India ব্যাঁটরা হাওড়া সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article