সুদেষ্ণা মন্ডল,দক্ষিণ ২৪ পরগনাঃ দক্ষিণ ২৪ পরগণার নামখানা ব্লকের মৎস্যজীবীদের জালে ধরা পড়ল এক বিশালাকৃতির কুমির। ঘটনাটিকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
{link}
স্থানীয় সূত্রের খবর, কয়েকজন মৎস্যজীবী প্রতিদিনের মতো খালে মাছ ধরতে গিয়েছিলেন। তখনই তারা খালের পাশে এই বিশাল আকৃতির কুমিরটিকে শুয়ে থাকতে দেখেন। কুমিরটিকে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এরপর তারা কুমিরটিকে ধরার জন্য গ্রামবাসী ও কিছু মৎস্যজীবীদের ডেকে নিয়ে যায়। কুমিরটিকে ধরে তারা বকখালি বনদপ্তরে খবর পাঠায়। খবর পেয়ে বকখালি বনদপ্তরের কর্মীরা কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, নামখানার খাল থেকে উদ্ধার করা এই কুমিরটির দৈর্ঘ্য প্রায় ৭ ফুট। কুমিরটি ঘোড়িয়াল প্রজাতির। এই প্রজাতির কুমির সাধারনত ছোটো মাছ খায়।
{link}
বকখালি বনদপ্তরের কর্মীরা কুমিরটিকে উদ্ধার করে পাথরপ্রতিমা ভগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যায়। তারা জানিয়েছেন, সেখানে কুমিরটির শারিরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর কুমিরটিকে সুন্দরবনের নদীতে ছেড়ে দেওয়া হবে।
{ads}