header banner

বর্ধমানে লড়ির চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু গৃহবধূর

article banner

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: বাইকে চেপে যাওয়ার সময় বালিবোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের স্কুলমোড়ে বর্ধমান সিউড়ি ২ বি জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা যায়, মৃত গৃহবধূর নাম সেলিমা বেগম। তিনি বীরভূমের ইলামবাজারের বাসিন্দা।

{link}

পরিবার সূত্রে জানা যায়, ওই গৃহবধূ রবিবার তাঁর স্বামী মহম্মদ ওয়াইদুর রহমানের সঙ্গে আউশগ্রামের শিবদা গ্রামে তাঁর বাপেরবাড়ি আসেন। এরপর সোমবার ওয়াইদুর রহমান তার মেয়ে ও স্ত্রীকে বাইকে চাপিয়ে গুসকরা শহরে বাজার করতে আসেন। এরপর শিবদা গ্রামে ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা। জানা যায়, একটি বালিবোঝাই লরি বর্ধমানের দিকে যাওয়ার সময় বাইকটিকে ওভারটেক করতে যায়। তখনই লরিটির সামনের দিক বাইকে লেগে যায় এবং সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যে বাইকটি উল্টে যায়। এরপরেই ওয়াইদুর ও তার মেয়ে বাঁদিকে পড়ে যান। ডানদিকে পড়েন সেলিমা। সেলিমা বাইক থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই  লরির চাকায় তার কোমর থেকে নীচের অংশ পিষ্ট হয়ে যায়।

{link}

এরপর তড়িঘড়ি ওই গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় গুসকরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসকরাই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আপাতত লরি এবং তার চালককে আটক করেছে পুলিশ। 

{ads}
 

News Accident Death National Highway Burdwan West Bengal India পথ দুর্ঘটনা বর্ধমান সংবাদ

Last Updated :