header banner

শিকার করতে গিয়ে নিজেই শিকার, সুন্দরবনে বাঘের কবলে কাঁকড়া শিকারী

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: পেটের দায়ে কাঁকড়া ধরতে যাওয়াই কাল হল। স্ত্রীর চোখের সামনে থেকে তার স্বামীকে গভীর জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের ৩ নম্বর ঝিলার জঙ্গলে। জানা যায় ওই ব্যাক্তির নাম শিবপদ জোতদার। স্বামী নিখোঁজ হয়ে যাওয়ায় দিশেহারা তাঁর স্ত্রী। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

{link} 

ডাঙায় বাঘ জলে কুমির। তাই প্রাণের ঝুঁকি প্রতিমুহূর্তে। যে কোনও সময়ে বাঘের কবলে পড়ার আশঙ্কা থাকেই। তা সত্ত্বেও শুধুমাত্র পেটের দায়ে জঙ্গলে কাঁকড়া ধরতে যান বহু মানুষ। মঙ্গলবার ভোরে স্ত্রী ও প্রতিবেশী একজনের সঙ্গে ঝিলার ২ নম্বর জঙ্গলে গিয়েছিলেন শিবপদ জোতদার । সেই সময় আচমকা তাঁর উপর চড়াও হয় দক্ষিণরায়। স্ত্রীর চোখের সামনে থেকে তাঁকে টানতে টানতে নিয়ে যায় গভীর জঙ্গলে। বহু চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি তিনি। এই খবর পাওয়ার পর বনকর্মীরা শিবপদকে খোঁজার চেষ্টা করছে। তবে আবহাওয়া অত্যন্ত খারাপ। যার ফলে জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে বনকর্মীদের। তাই বাড়ির দিকে রওনা হয়েছেন শিবপদের স্ত্রী ও আরেক সঙ্গী।

{link}

বনবিভাগের তরফে জানানো হয়েছে, শিবপদের খোঁজ করা হচ্ছে। তাঁদের কাছে সরকারি অনুমতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে। প্রসঙ্গত, সুন্দরবনের বাসিন্দাদের কাছে এই ঘটনা একেবারেই নতুন নয়। জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ রয়েছে ঠিকই, তবে পেটের দায়ে প্রতিদিনই অনেকেই বৈধ কাগজপত্র ছাড়াই প্রবেশ করেন জঙ্গলে। বাঘের কবলে প্রাণ হারান বহু মৎস্যজীবী। তা সত্ত্বেও প্রাণ হাতে করে জঙ্গলে যান বহু মৎস্যজীবী ও কাঁকড়া শিকারী । আপাতত বনকর্মীদের তৎপরতায় জঙ্গলে খোঁজ চালানো হচ্ছে ওই কাঁকড়া শিকারীর।

{ads} 
 

News Hunter Missing Royal Bengal Tiger Sundarban South 24 Pargana West Bengal India সুন্দরবন দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :