header banner

হাওড়ার জগাছায় হঠাৎ দেখা ম্যাকাও এর

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ জগাছা থানার অন্তর্গত গরফা হরিসভা তলা এলাকায় অশ্বত্থ গাছে বসে থাকতে দেখা গেল এক ম্যাকাও পাখি। নীল হলুদ রঙের পূর্ণাঙ্গ ম্যাকাও দেখতে ভিড় মানুষের। পাখিটির যাতে কোনো ক্ষতি না হয় তা লক্ষ্য রাখতে ঘটনাস্থলে আসে জগাছা থানার পুলিশ। খবর দেওয়া হয় বন দপ্তরে।

{link}

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল স্থানীয় বাসিন্দারা পাখিটিকে অশ্বত্থ গাছে বসে থাকতে দেখে। কিন্তু আজ সকালের দিকে পাখিটি উড়ে গেলেও আবার আজ দুপুরে পাখিটিকে  একই গাছে বসে থাকতে দেখা যায়। তারপর খবর পেয়ে ঘটনাস্থলে জগাছা থানার পুলিশ এসে পৌঁছায়। এরপর বন দপ্তরে খবর দেওয়া হলে বন দপ্তরের লোকজন এসে পাখিটি উদ্ধার করার চেষ্টা করে।

{link}

কিন্তু পাখিটি উঁচু ডালে বসে থাকাও তারা পাখিটিকে ধরতে অসফল হন।বিদেশি এই পাখিটি কোথা থেকে এল তা  এখনও জানা যায়নি। তবে পাখিটিকে যাতে কেউ বিরক্ত না করে তার জন্য পাখিটির উপর পুলিশ নজরদারি রাখছে।

{ads}

News A macaw bird was seen sitting on a peepul tree Garfa Harisava Jagachha police station Howrah West Bengal India ম্যাকাও পাখি হাওড়া সংবাদ

Last Updated :