header banner

স্ত্রীর হাত কেটে নেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত স্বামী গ্রেফতার

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ স্ত্রীর হাতের কব্জি কেটে নেওয়া ঘটনার মূল অভিযুক্ত স্বামীকে বুধবার গ্ৰেফতার করলো কাটোয়া থানার পুলিশ। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের কেতুগ্ৰাম সালার বর্ডারে হলদি গ্রামের কাছে অভিযুক্ত সেখ সরিফুলকে গ্রেফতার করে পুলিশ।

{link}

সরকারি নার্সের চাকরিতে স্বামীর আপত্তি থাকায় ভয়ঙ্কর পরিণতি হয় স্ত্রী রেণু খাতুনের। সোমবার রাতের অন্ধকারে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর ডান হাতের কব্জি কেটে দেয় স্বামী সরিফুল। এরপরেই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে গা ঢাকা দেন। এরপর খুনের অভিযোগে রেণু খাতুনের পরিবার কেতুগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। মঙ্গলবার বিকেলে চাকটা বাস স্ট্যান্ড থেকে মূল অভিযুক্তের বাবা মাকেও গ্রেফতার করে কেতুগ্রাম থানার পুলিশ। এরপরেই ওই দিন সন্ধ্যায় হলদি গ্রামের কাছ থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

{link}

এ বিষয়ে কাটোয়ার এসডিপিও কৌশিক বসাক জানান, ধৃত শের মহম্মদকে বুধবার কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়েছে। এছাড়াও তিনি আরও জানান, এই ঘটনায় তিনজনের নামে এফআইআর ছিল। তাদের প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছে। বর্তমানে রেণু খাতুন গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন।

{ads}

News A man cutting off his wife's wrist Katwa police station Haldi village Ketugram East Burdwan West Bengal India কেতুগ্রাম পূর্ব বর্ধমান সংবাদ

Last Updated :