header banner

ফের বাঁকুড়ায় হাতির উপদ্রব,মৃত এক ব্যাক্তি

article banner

বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার একটা বড়ো অংশের মানুষের এখন অন্যতম সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে হাতির উপদ্রব। সেই দাঁতালের আক্রমণেই আজ মৃত্যু হলো এক ব্যাক্তির। মৃতের নাম রবি রায় (৬২)। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে বাঁকুড়ার বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি গ্রামে। হাতির উপদ্রবে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

{link} 

    পুলিশ সূত্রে খবর, এদিন সকালে ফুলবেড়িয়া গ্রামে ঢুকে পড়ে একটি দলছুট দাঁতাল। ঘুম থেকে উঠে রবি বাবু বাড়ির বাইরে বেরোতেই হাতির আক্রমণের শিকার হন। এলাকার মানুষ তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বেলিয়াতোড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রের খবর, গ্রামবাসীরাই হাতিটিকে তাড়া করে জঙ্গলে ফিরিয়ে দিয়েছেন।

{link}

এর আগেও বহুবার খাবারের সন্ধানে হাতির দল জঙ্গল থেকে গ্রামে চলে এসেছে। এলাকার বাসিন্দাদের দাবি, বারংবার বনদপ্তরে জানানোর সত্ত্বেও কোনরকম ব্যাবস্থা নেয়নি তারা। তাই আপাতত প্রতিদিনই তাদের আতঙ্কে দিন কাটাতে হচ্ছে।

{ads}

News A man died in the attack of elephant Bankura West Bengal india হাতির উপদ্রব বাঁকুড়া সংবাদ

Last Updated :