header banner

মাওবাদী সন্দেহে গ্রেফতার যাদবপুরের প্রাক্তন ছাত্রী জয়িতা দাস

article banner

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ ৭-৮ বছর ধরে আত্মগোপন করেছিলেন। অবশেষে কলকাতার এসটিএফ এর জালে মাওবাদী নেত্রী, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের প্রাক্তন ছাত্রী জয়িতা দাস। নদিয়ার জাগুলিয়া থেকে গ্রেফতার করা হল তাকে। সূত্রের খবর, ধৃতকে ৭ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

{link} 

জানা গিয়েছে, তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তেন জয়িতা। ২০১৩ সালে মাওবাদীদের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রথমবার গ্রেফতার হয়েছিলেন তিনি। সঙ্গে আরও ৫ ছাত্রী। পরবর্তীকালে জামিন পেয়ে যান সকলেই। তাহলে ফের কেন গ্রেফতার করা হল তাকে? গোয়েন্দারা জানিয়েছেন, জয়িতা এখন পুরোদস্তুর মাওবাদী নেত্রী। মাওবাদীদের রাজ্য কমিটির সদস্য তিনি। এ রাজ্যে মাওবাদী সংগঠন বিস্তারের গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছিলেন তিনি। গ্রেফতারি এড়াতে ৭-৮ বছর ধরে আত্মগোপন করেছিলেন। কিন্তু অবশেষে তিনি ধরা পড়লেন।

{link} 

বেশ কয়েকদিন আগে বাঁকুড়া,পুরুলিয়া ও ঝাড়গ্রাম থেকে মাওবাদীদের একাধিক পোস্টার পাওয়া গেছে। জঙ্গলমহলে বেড়েছে মাওবাদীদের কার্যকলাপ। তার মধ্যেই গ্রেফতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। ইতিমধ্যেই তার মোবাইলটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে তিনি মাওবাদীদের সাথে কি ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত তা আপাতত পুলিশের স্পেশাল ফোর্স খতিয়ে দেখছে।

{ads}

News A maoist leader student of Jadavpur University Jayita Das STF Kolkata Nadia West Bengal India জয়ীতা দাস সংবাদ

Last Updated :