header banner

বাড়ি থেকে বেরিয়ে প্রায় ছদিন নিখোঁজ এক ব্যাক্তি

article banner

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ গত শুক্রবার মিলে কাজ করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ এক ব্যক্তি। প্রায় ছয় দিন পেরিয়ে গেলেও কোন খোঁজ মেলেনি তার। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তার পরিবার। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার বাথনা এলাকার। নিখোঁজ ওই ব্যাক্তির নাম রাজু রাজোয়ার(৪৫)।

{link} 

স্থানীয় সূত্রের খবর, শান্তিপুর থানার বাথনা এলাকার বাসিন্দা রাজু, ফুলিয়ায় একটি কাঠের মিলে কাজ করতেন। প্রতিদিনের মতো গত শুক্রবারও তিনি মিলে যাবেন বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। পরিবারের সদস্যদের দাবি, ফুলিয়া যাওয়ার জন্য ট্রেনও ধরেছিলেন তিনি। কিন্তু রাত পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। শনিবার বহু খোঁজাখুঁজি করেও খোঁজ মেলেনি তার। অবশেষে রবিবার শান্তিপুর থানার দ্বারস্থ হয় তার পরিবার। থানায় রাজুর পরিবারের তরফ থেকে নিখোঁজের একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

{link}

 কিন্তু ছয়দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনো তার কোন খোঁজ পাওয়া যায়নি। দুশ্চিন্তায় দু চোখের পাতা এক করতে পারছে না রাজুর পরিবার। তারা চাইছেন প্রশাসন অতি দ্রুত তদন্ত শুরু করুক যাতে তাদের পরিবারের সদস্যকে ফিরে পেতে পারে তারা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। অভিযোগ অনুযায়ী পুরো বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।

{ads} 
 

News A person was missing Bathna area Shantipur Police Station Nadia West Bengal India নদীয়া সংবাদ

Last Updated :