header banner

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলি তে উল্টে গেলো একটি যাত্রীবোঝাই বেসরকারি বাস। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়ার ৩৪ নম্বর জাতীয় সড়কে। ঘটনায় কোন যাত্রীর প্রাণঘাতী না ঘটলেও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়।

{link}

স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার ভোরে একটি বেসরকারি লাক্সারি বাস যাত্রী নিয়ে বহরমপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল। ঠিক তখনই শান্তিপুর থানার বেলঘড়িয়া ৩৪ নম্বর জাতীয় সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এরপর তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদারে সহায়তায় আহত যাত্রীদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তবে এক যাত্রী গুরুতর আহত হওয়ায় তাকে রানাঘাট মহাকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।

{link}

ওই বাসে উপস্থিত থাকা যাত্রীদের অনুমান, খুব সম্ভবত চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন। এক যাত্রী বলেন, যে স্থানে দুর্ঘটনা হয়েছে ওই স্থানে রাস্তা অনেকটা সরু হওয়ার কারণে এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে। তবে ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলার কারণে কিছু কিছু জায়গায় রাস্তার বেহাল অবস্থা। আপাতত পুলিশ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে।

{ads}
 

News A private bus carrying passengers overturned at Nayanjuli after losing control National Road No 34 Belgharia Nadia West Bengal India নদীয়া সংবাদ

Last Updated :