header banner

মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণের অভিযোগ চা দোকানদারের বিরুদ্ধে

article banner

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনাঃ মানসিক ভারসাম্যহীন ৫০ বছর বয়সী এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক চায়ের দোকানদার এর বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিন ২৪ পরগনার ঢোলা থানার অন্তর্গত মিলন মোড় বাজারে। অভিযুক্তের নাম ভাগ্য ধর মন্ডল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,অভিযুক্ত কে ৭০ হাজার টাকা জরিমানা করে তাকে পালাতে সাহায্য করেন মিলন মোড় বাজার কমিটির সেক্রেটারি।

{link}

সূত্রের খবর, ওই চায়ের দোকানদার রায়দিঘি থানা এলাকার বাসিন্দা। ঘটনাটি জানাজানি হওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বেশ কিছু মানুষ। তবে আদৌ ধর্ষণ হয়েছে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। ধর্ষণের সঠিক প্রমাণ না পেয়ে কেন তাকে ৭০হাজার টাকা জরিমানা করা হলো সে বিষয়ে পুলিশ তদন্তে গেলে রীতিমত ধস্তাধস্তি শুরু হয়ে যায় বাজার কমিটির সদস্যদের সাথে। এই ঘটনার অভিযোগের ভিত্তিতে ওই চায়ের দোকানদারকে রায়দিঘি এলাকা থেকে গ্রেপ্তার করে ঢোলাহাট থানার পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করার অপরাধে আটজনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করার জন্য আটক বাজার কমিটির সেক্রেটারি কৃষাণ ঠিকাদারকে বাজার কমিটির লোকজন ছিনিয়ে নেয় পুলিশের হাত থেকে। তবে ওই মহিলাকে আদৌ ধর্ষণ করা হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। এর পাশাপাশি চায়ের দোকানদার কে ব্ল্যাকমেল করার জন্য ৭০ হাজার টাকা দাবি করা হয়েছে কিনা সেই বিষয়টি ঘিরেও রয়েছে ধোঁয়াশা। এইসব প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে ওই মহিলার মেডিকেল টেস্টের পর বলে অনুমান করছে পুলিশ।

{link}

ইতিমধ্যেই তাকে মেডিকেল টেস্ট করানোর জন্য তোড়জোড় শুরু করেছে ঢোলা থানার পুলিশ। এ বিষয়ে পুলিশ জানিয়েছেন, যদি মেডিকেল টেস্টে ধরা পড়ে ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে তাহলে যারা এই ঘটনাকে আড়াল করার জন্য ৭০ হাজার টাকা জরিমানার ব্যবস্থা করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। পুরো বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে পুলিশ।

{ads}

News A tea shopkeeper has been accused of raping Milon Mor Bazar Dhola Police Station West Bengal India দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :