header banner

আবাসনের চার তলা ছাদ থেকে পড়ে মৃত্যু কিশোরীর

article banner

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ বেসরকারি আবাসনের চার তলা ছাদ থেকে নীচে পড়ে মৃত্যু হল এক কিশোরীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাট থানার চিলড্রেন পার্ক এলাকায়। মৃত ওই কিশোরীর নাম তৃষা ঘোষ (১৭)।

{link}

স্থানীয় সূত্রের খবর, বুধবার রাতে হঠাৎ ঐ আবাসনের অন্যান্য বাসিন্দারা একটি বিকট আওয়াজ শুনতে পায়। এরপরই তারা নিচে গিয়ে দেখেন ওই কিশোরী রক্তাক্ত অবস্থায় নীচে পড়ে রয়েছে। তড়িঘড়ি ওই আবাসনের স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে রানাঘাট মহাকুমা হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পরেই চিকিৎসকরা ওই কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। তার পরিবারের দাবি, দুর্ঘটনার দিন পরিবারের সঙ্গে কোন রকম অশান্তি হয়নি তার। বুধবার মেলা দেখতে যাবার নাম করে সে বাড়ির বাইরে গিয়েছিল। আর তারপরেই ঘটে দুর্ঘটনা। পরিবারের লোকজনের কাছে ওই কিশোরীর মৃত্যুর কারণ এখনও অজানা।

{link} 

তবে সে নিজের ইচ্ছায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে নাকি অন্য কোন বিষয় রয়েছে, সে বিষয়ে প্রশাসনকে তদন্ত করার জন্য আবেদন জানিয়েছেন কিশোরীর পরিবার। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় রানাঘাট থানার পুলিশ। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নদীয়া মহাকুমা হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে নাকি নিছক আত্মহত্যা। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।

{ads}
 

News A teenager girl has died Falling from roof of a private residence Ranaghat Police Station Nadia West Bengal India নদীয়া সংবাদ

Last Updated :